'হাই' তোলো, তোলো 'হাই'

ভোটের ধখল সামলে আবার শপথের প্রস্তুতি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, মেয়রে ছুটেছেন অবিরাম গতিতে। শুক্রবার শেষ হল ভোতপর্ব। আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন, আবার শপথ বাক্য পাঠ ও করালেন। নিজের ঘরে এসে তাই কিছুটা ক্লান্ত দেখালো কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সাংবাদিক বন্ধুদের বললেন, "ক্যামেরা রাখো, চা খাও"। খোশ মেজাজে থাকলেও মাঝে মাঝেই হাই তুললেন কলকাতার মহানাগরিক।  

Updated By: May 8, 2015, 11:34 PM IST
'হাই' তোলো, তোলো 'হাই'

ওয়েব ডেস্ক: ভোটের ধখল সামলে আবার শপথের প্রস্তুতি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, মেয়রে ছুটেছেন অবিরাম গতিতে। শুক্রবার শেষ হল ভোতপর্ব। আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন, আবার শপথ বাক্য পাঠ ও করালেন। নিজের ঘরে এসে তাই কিছুটা ক্লান্ত দেখালো কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সাংবাদিক বন্ধুদের বললেন, "ক্যামেরা রাখো, চা খাও"। খোশ মেজাজে থাকলেও মাঝে মাঝেই হাই তুললেন কলকাতার মহানাগরিক।  

দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন শোভন চট্টোপাধ্যায়। টাউন হলের এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান মানিক চ্যাটার্জি। পুরসভার চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন মালা রায়। টাউনহলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সহ মন্ত্রিসভার সদস্যরা। উপস্থিতির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীরা।

.