রাজ্য মেডিক্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা যাতে হয়, তার শেষ চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার
ডাক্তারিতে ভর্তির জন্য রাজ্য মেডিক্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা যাতে হয়, তার শেষ চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তদ্বির করতে গতকাল দিল্লি গেছেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব RS শুক্লা। আজ দিল্লির নির্মাণ ভবনে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। গত সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দেয়, এবছর মেডিক্যালে ভর্তির পরীক্ষা নিতে হবে কেন্দ্রীয় ভাবে। তারপর চারদিন পেরিয়ে গেলেও রাজ্য সরকার এখনও পর্যন্ত মঙ্গলবারের পরীক্ষা বাতিল করেনি। রাজ্যের বক্তব্য, সুপ্রিম কোর্ট মেডিক্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রীয় ভাবে নিতে বললেও, রাজ্যগুলিকে পরীক্ষা নিতে বারণ করেনি। পশ্চিমবঙ্গের আশার পালে হাওয়া জুগিয়েছে গুজরাট। ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের মেডিক্যাল এন্ট্রান্স নিয়েছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য। আর এতেই আশায় বুক বাঁধছে পশ্চিমবঙ্গ। আগামী মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রফাসূত্রে পৌছতে এখন দিল্লির দিকে তাকিয়ে বাংলা।
ওয়েব ডেস্ক: ডাক্তারিতে ভর্তির জন্য রাজ্য মেডিক্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা যাতে হয়, তার শেষ চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তদ্বির করতে গতকাল দিল্লি গেছেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব RS শুক্লা। আজ দিল্লির নির্মাণ ভবনে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। গত সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দেয়, এবছর মেডিক্যালে ভর্তির পরীক্ষা নিতে হবে কেন্দ্রীয় ভাবে। তারপর চারদিন পেরিয়ে গেলেও রাজ্য সরকার এখনও পর্যন্ত মঙ্গলবারের পরীক্ষা বাতিল করেনি। রাজ্যের বক্তব্য, সুপ্রিম কোর্ট মেডিক্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রীয় ভাবে নিতে বললেও, রাজ্যগুলিকে পরীক্ষা নিতে বারণ করেনি। পশ্চিমবঙ্গের আশার পালে হাওয়া জুগিয়েছে গুজরাট। ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের মেডিক্যাল এন্ট্রান্স নিয়েছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য। আর এতেই আশায় বুক বাঁধছে পশ্চিমবঙ্গ। আগামী মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রফাসূত্রে পৌছতে এখন দিল্লির দিকে তাকিয়ে বাংলা।