মারসি হাসাপাতাল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

মারসি হাসাপাতালের বেসমেন্টে থাকা রান্নাঘর সরানো নিয়ে গণ্ডগোলের জেরে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হাসপাতালের বেসমেন্টের রান্নাঘরে নিত্যদিন রান্নাবান্না চলে। আমরি কাণ্ডের পর টনক নড়ে কর্তৃপক্ষের।

Updated By: Dec 11, 2011, 10:03 PM IST

মারসি হাসাপাতালের বেসমেন্টে থাকা রান্নাঘর সরানো নিয়ে গণ্ডগোলের জেরে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হাসপাতালের বেসমেন্টের রান্নাঘরে নিত্যদিন রান্নাবান্না চলে। আমরি কাণ্ডের পর টনক নড়ে কর্তৃপক্ষের। তড়িঘড়ি আজই বেসমেন্ট থেকে রান্নাঘর সরিয়ে ফেলার প্রক্রিয়াও শুরু করে কর্তৃপক্ষ। কিন্তু এই কাজেই বাধা দেয় কর্মী ইউনিয়ন। তাদের বক্তব্য পুরসভার অনুমতি না নিয়েই দীর্ঘদিন ধরে রান্নবান্না চলছিল বেসমেন্টে। পুলিস স্বচক্ষে দেখে ব্যবস্থা নিক।  যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পুরসভার অনুমতি নিয়েই বেসমেন্টে রান্নাঘর করা হয়েছিল। এর থেকেই বচসা বাধে। বচসা গড়ায় হাতাহাতিতে। কর্তৃপক্ষকে মারধরের অভিযোগও ওঠে কর্মীদের বিরুদ্ধে। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই কর্তৃপক্ষ জানিয়ে দেয় হাসপাতাল চালানো হবে না। সঙ্গে সঙ্গেই হাসপাতালের জরুরি বিভাগ বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। কাল থেকে আউটডোর বন্ধ থাকবে বলে জানিয়েছে মার্সি হাসপাতাল কর্তৃপক্ষ। যেসব রোগী ভর্তি রয়েছেন তাদের আত্মীয়দের বাড়ি থেকে খাবার এনে দেওয়ার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়ছে নার্স, চিকিত্সক এবং কর্মী মিলিয়ে প্রায় সাতশ কর্মী রয়েছেন। তাদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত কর্তৃপক্ষ পরে জানাবে।

.