শহরে রাজনৈতিক কর্মসূচিতে না পুলিসের
শহরে আইন অমান্য না করার প্রস্তাব দেওয়া হয়েছে কলকাতা পুলিসের তরফে। কাজের দিনে কলকাতা শহরকে সচল রাখতে সব রাজনৈতিক দলকে আইন অমান্য কর্মসূচি থেকে বিরত থাকার অবেদন জানিয়েছে কলকাতা পুলিস।
শহরে আইন অমান্য না করার প্রস্তাব দেওয়া হয়েছে কলকাতা পুলিসের তরফে। কাজের দিনে কলকাতা শহরকে সচল রাখতে সব রাজনৈতিক দলকে আইন অমান্য কর্মসূচি থেকে বিরত থাকার অবেদন জানিয়েছে কলকাতা পুলিস।
কলকাতা পুলিসের সদর দফতরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে এই কথা জানান নগরপাল রঞ্জিত কুমার পচনন্দা। পুলিসের এই সিদ্ধান্তকে মেনে নিতে রাজি নয় বামেরা। বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাম প্রতিনিধিরা। আপাতত মেট্রো চ্যানেলে সভা করার অনুমতি দিতেও নারাজ প্রশাসন। ফলত প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের পুলিসমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই নজির বিহীন নির্দেশ সম্পর্কে কতটা অবগত?