আত্মঘাতী বৃদ্ধ, মেট্রো বন্ধ
মেট্রোয় আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে মেট্রো চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল।
মেট্রোয় আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে মেট্রো চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কালীঘাট স্টেশনে কবি সুভাষগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর ফলে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দমদম থেকে ময়দান ও কবি সুভাষ থেকে উত্তমকুমার পর্যন্ত ট্রেন চালায় মেট্রো কর্তৃপক্ষ। আধ ঘণ্টা পর ফের দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। যদিও মেট্রো চলাচল স্বাভাবিক হতে ৩ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন মেট্রোর জনসংযোগ আধিকারিক প্রত্যুষকুমার ঘোষ।