আজ থেকেই দ্বিগুণ ভাড়া দিয়ে কলকাতায় মেট্রো চড়া শুরু, ক্ষোভ আর আশার দোলাচলে নিত্যযাত্রীরা

ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। টিকিট কাটতে গিয়ে আজ চক্ষু চড়কগাছ মেট্রো যাত্রীদের। এতদিন শুনেছেন ভাড়া বাড়বে। কিন্তু সেই ভাড়া যে একলাফে দ্বিগুণ হয়ে যাবে তা ভাবতে পারেননি অনেকেই। ফলে চোখে মুখে ঝরে পড়ছে ক্ষোভ। বৃহস্পতিবার থেকে চালু হল মেট্রোর নতুন ভাড়া।

Updated By: Nov 7, 2013, 07:06 PM IST

ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। টিকিট কাটতে গিয়ে আজ চক্ষু চড়কগাছ মেট্রো যাত্রীদের। এতদিন শুনেছেন ভাড়া বাড়বে। কিন্তু সেই ভাড়া যে একলাফে দ্বিগুণ হয়ে যাবে তা ভাবতে পারেননি অনেকেই। ফলে চোখে মুখে ঝরে পড়ছে ক্ষোভ। বৃহস্পতিবার থেকে চালু হল মেট্রোর নতুন ভাড়া।
ভাড়া পুনর্বিন্যাসের জন্য উদ্যোগী হন খোদ রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এরপরেই মেট্রোর বর্ধিত ভাড়া পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
 
এক নজরে দেখে নেওয়া যাক নতুন ভাড়ার বিন্যাস
 
পাঁচ কিলোমিটার পর্যন্ত ভাড়া হল পাঁচ টাকা। 
 
পাঁচ থেকে দশ কিলোমিটারের ক্ষেত্রে ভাড়া ১০ টাকা।
 
দশ থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৫ টাকা।
 
২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত যেতে হলে যাত্রীদের গুনতে হচ্ছে ২০ টাকা।
 
২৫ থেকে ৩০ কিলোমিটারের জন্য ভাড়া পঁচিশ টাকা।
 
স্মার্ট কার্ডের ক্ষেত্রেও বোনাসের পরিমাণ কমেছে। নতুন ভাড়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। পরিকাঠামোর উন্নয়নের কথা মেনে নিলেও একলাফে এতটাকা বাড়ানো মেনে নিতে পারছেন না কেউই। কেউ বলছেন ভাড়া তো বাড়ল। কিন্তু মেট্রোর পরিষেবার মান বাড়বে কি ? আশা এখানেই বেশি ভাড়া দিয়ে হয়ত পরিষেবা ভাল মিলবে।

.