অফিস টাইমে মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক
ফের অফিস টাইমে মেট্রো রেলে বিভ্রাট। শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক। যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, সকাল ৮টা ৪০ নাগাদ ডাউন লাইনে হঠাত্ই বিকল হয়ে পড়ে ট্রেনটি। এর ফলে দিনের ব্যস্ত সময়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
![অফিস টাইমে মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক অফিস টাইমে মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/10/78274-metro-10-2-17.jpg)
ওয়েব ডেস্ক: ফের অফিস টাইমে মেট্রো রেলে বিভ্রাট। শ্যামবাজারে বিকল হয়ে গেল দমদমগামী এসি রেক। যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, সকাল ৮টা ৪০ নাগাদ ডাউন লাইনে হঠাত্ই বিকল হয়ে পড়ে ট্রেনটি। এর ফলে দিনের ব্যস্ত সময়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
আরও পড়ুন উদয়নকে জেরায় মিলল আরও চাঞ্চল্যকর তথ্য
শ্যামবাজারে দমদমগামী এসি রেক বিকল হয়ে যাওয়ায় দমদম থেকে এম জি রোড পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। শুধুমাত্র কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয়। মেট্রোয় বিভ্রাটের জেরে ব্যস্ত সময়ে চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন ফের অটো দুর্ঘটনা নিউটাউনে, জখম ২ জন