Metro Service: রবিবার সিভিল সার্ভিস পরীক্ষা, বদলে গেল মেট্রোর সময়সূচি

সেদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে অতিরিক্ত মেট্রো। ১৫ মিনিট নয়, ট্রেন পাওয়া যাবে ১০ মিনিট অন্তর।

Updated By: Jun 17, 2022, 07:39 PM IST
Metro Service:  রবিবার সিভিল সার্ভিস পরীক্ষা, বদলে গেল মেট্রোর সময়সূচি

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ১৯ জুন, রবিবার সিভিল সার্ভিসের (প্রিলিমিনারি) পরীক্ষা। সেদিন সকালে নির্দিষ্ট সময়ের আধঘণ্টা আগেই চালু হবে মেট্রো পরিষেবা। এমনকী, চলবে অতিরিক্ত মেট্রোও।

সপ্তাহে ছুটির দিনে সাধারণত সকাল ৯টা থেকে চালু হয় মেট্রো। আগামী রবিবার যাঁরা সার্ভিসের (প্রিলিমিনারি) পরীক্ষা দেবেন, তাঁদের জন্য সকাল সাড়ে আটটায় শুরু হবে মেট্রো চলাচল। মেট্রোর তরফে এক বিবৃতি জানানো হয়েছে, ওই দিন ১৩০টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৪টি মেট্রো চলবে। তার মধ্যে মোট ১২৯টি মেট্রো চলবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। 

১৯ জুন কোন স্টেশনে কখন মেট্রো
----
সকাল ৮টা ৩০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৮টা ৩০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
সকাল ৮টা ৩০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
সকাল ৮টা ৩০ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বর

কবি সুভাষ ও দক্ষিণেশ্বর শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিত থাকছে। সপ্তাহ খানেক আগে সিভিল সার্ভিস মেইন পরীক্ষার দিনেও অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.