তারস্বরে মাইক বাজল শিক্ষা সংসদের সামনে, ২৪ ঘণ্টায় খবর সম্প্রচারের পরই মাইক বন্ধের উদ্যোগ
কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও মাইক বাজল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দফতরের সামনে। সৌজন্যে দুটি কর্মী সংগঠন। তাও আবার একটি শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত। ঘটনা সামনে আসতেই তত্পরতা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাসের উদ্যোগে বন্ধ হল মাইক।
কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও মাইক বাজল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দফতরের সামনে। সৌজন্যে দুটি কর্মী সংগঠন। তাও আবার একটি শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত। ঘটনা সামনে আসতেই তত্পরতা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাসের উদ্যোগে বন্ধ হল মাইক।
মাধ্যমিক চলছে। শুরু হওয়ার পথে উচ্চ মাধ্যমিক । পরীক্ষার সময় মাইক বাজানোয় আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবু তারস্বরে মাইকে বাজছে সল্টলেকে, খোদ সরকারি ভবনে। মাইক বাজছে বিদ্যাসাগর ভবনে। খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দফতরে। কী কারণে বাজানো হচ্ছে মাইক? আইএনটিটিইউসি প্রভাবিত কর্মচারী সংগঠনের দ্বিতীয় বার্ষিক সম্মেলন ছিল শুক্রবার। সে উপলক্ষ্যেই মাইকের ব্যবহার। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্মচারী সমিতিও। তাদেরও সভায় বাজল মাইক।
চব্বিশ ঘণ্টায় প্রথম এ খবর সম্প্রচারিত হয়। এরপরই মাইক বন্ধ করার উদ্যোগ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, অফিসের সময়ে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। তাহলে কেন সংবাদমাধ্যমে সম্প্রচারের আগেই ব্যবস্থা নিল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? উঠছে সেই প্রশ্ন। যাঁদের মাইক বিধি কার্যকর হচ্ছে কিনা দেখার কথা, বিধি ভাঙা হলে যাদের ব্যবস্থা নেওয়ার কথা, সেই শিক্ষা সংসদের কর্মীরাই কীভাবে বিধি ভাঙলেন?