Firhad Hakim: 'হাত'ছাড়া বাইরন; 'প্রকৃত কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস', বললেন ফিরহাদ

সাগরদিঘি উপনির্বাচন জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। এবার তৃণমূলে যোগ দিলেন তিনি।

Updated By: May 29, 2023, 09:02 PM IST
Firhad Hakim: 'হাত'ছাড়া বাইরন; 'প্রকৃত কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস', বললেন ফিরহাদ

দেবারতি ঘোষ: ভোটে জেতার ৩ মাসের মধ্যেই দলবদল! কংগ্রেস ছেড়ে এবার তৃণমূল সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। কেন?  'প্রকৃত কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস', বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

একুশের বিধানসভা নির্বাচনের পর সাগরদিঘি কেন্দ্রটি  হাতছাড়া হয়ে গিয়েছিল তৃণমূলের। উপনির্বাচনে ২২ হাজারেরও বেশি ভোটে জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। এরপর বিধায়ক পদে তাঁর শপথগ্রহণকে কেন্দ্র করে বিস্তর টানাপোড়েন চলে।

ব্যবধান মাত্র ৩ মাসের। সাগরদিঘি উপনির্বাচন জেতার পর এবার তৃণমূলে যোগ দিলেন সেই বাইরন বিশ্বাস। এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তাঁর হাতে শাসকদলের পতাকা তুলে দিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে দলবদলের পর বাইরনকে যখন কাঠগড়ায় তুলছেন বিরোধীরা, তখন কংগ্রেসকে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, 'তৃণমূল ও কংগ্রেস নীতিগতভাবে এক। গান্ধীবাদ, সুভাষবাদ জিন্দাবাদ করতে করতে বড় হয়েছি। বামেদের সঙ্গে হাত মিলিয়েছে, এতগুলি কংগ্রস কর্মী শহিদ হওয়া যাওয়ার পর! তারা কখনও প্রকৃত কংগ্রেস হতে পারে না'।

আরও পড়ুন: TMC: রাজ্যের মতোই এবার 'দিল্লিতে পরিবর্তনে'র ডাক তৃণমূলের!

আর রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা? ফিরহাদ হাকিমের মতে,  'সব জায়গাতে তো তাই। বিরোধী দলনেতা তাহলে কি! সব জায়গায়ই হচ্ছে। আমাদের পুরনো লোক যাঁরা, তাঁরা একটু একটা আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.