মিশন বাংলার বিধানসভা নির্বাচন, টার্গেট ১৭০, তথ্য বলছে এখনও অলীক কল্পনাই রয়ে গেছে বিজেপির লক্ষ্য

বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ১৭০ আসন। তা কি সম্ভব? ভোটের হিসাব কী বলছে? চোখ রাখা যাক তথ্য-পরিসংখ্যানে।

Updated By: Jul 17, 2015, 10:30 PM IST
মিশন বাংলার বিধানসভা নির্বাচন, টার্গেট ১৭০, তথ্য বলছে এখনও অলীক কল্পনাই রয়ে গেছে বিজেপির লক্ষ্য

ব্যুরো: বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ১৭০ আসন। তা কি সম্ভব? ভোটের হিসাব কী বলছে? চোখ রাখা যাক তথ্য-পরিসংখ্যানে।

মোদী হাওয়ায় ১৭. ০২% ভোট। বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় চারগুণ। লোকসভা ভোটের রেজাল্ট আউটের পর থেকেই রাজ্য দখলের স্বপ্ন দেখা শুরু বিজেপির।  

গত লোকসভা ভোটে রাজ্যে ২১টি বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। ২০১০ সালে কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ডে পদ্ম ফুটেছিল।

২০১৪ সালে লোকসভা ভোটে কলকাতা পুরসভার ছাব্বিশটি ওয়ার্ডে এক নম্বরে ছিল বিজেপি।

গত সেপ্টেম্বরে চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন।

চৌরঙ্গিতে জয়ী তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। বসিরহাট দক্ষিণে জয়ী বিজেপি।

বিধানসভায় খাতা খোলার পর রাজ্য বিজেপির আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে। পাঁচ মাস পরই কিন্তু বদলে গেল পরিস্থিতি।

বনগাঁ লোকসভা উপ-নির্বাচনে মর্যাদার লড়াইয়ে ধরাশায়ী গেরুয়া শিবির। বসিরহাট দক্ষিণ সহ এই লোকসভার মধ্যে থাকা সাতটি বিধানসভার সবকটিতেই পিছিয়ে পড়ে তারা।কৃষ্ণগঞ্জ বিধানসভায় দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে।

গত এপ্রিলে বিরানব্বইটি পুরসভার ভোটে হাল আরও খারাপ। গেরুয়া শিবিরের দাবি উড়িয়ে বামেরা প্রমাণ করে দেয়, তারাই রাজ্যে প্রধান বিরোধী শক্তি।  

কলকাতা পুরসভায় বিজেপির দখলে আসে মাত্র সাতটি ওয়ার্ড। বাকি একানব্বইটি পুরসভার একটিও তারা দখল করতে পারেনি।

সহজ অঙ্কের হিসাব বলছে, মোদী হাওয়া কমে আসতেই বিজেপির বেলুন আকারে ছোট হতে শুরু করেছে। বিধানসভা ভোটের আরও আট-ন মাস বাকি। এই ক-মাসে হাওয়ার গতি বাড়ার সম্ভাবনা বেশ কম। তাই, টার্গেট একশো সত্তরের বাস্তব ভিত্তি কতটা তা নিয়ে প্রশ্ন থাকছেই।

 

.