মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল মোর্চা

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও জিটিএ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করল না গোর্খা জনমুক্তি মোর্চা। শনিবার, দলের কোর কমিটির বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। মঙ্গলবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই নির্বাচনে লড়ার ব্যাপারে সুর নরম করেছিল মোর্চা।

Updated By: Jun 28, 2012, 05:28 PM IST

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও জিটিএ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করল না গোর্খা জনমুক্তি মোর্চা। শনিবার, দলের কোর কমিটির বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। মঙ্গলবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই নির্বাচনে লড়ার ব্যাপারে সুর নরম করেছিল মোর্চা। যদিও নির্বাচনে তাঁদের অবস্থান কী হবে তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই স্পষ্ট তাঁরা স্পষ্ট করবেন বলে জানান মোর্চা সভাপতি বিমল গুরুং। তবে এদিনের বৈঠকের পরও নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও তৃণমূলের সঙ্গে জোট বাঁধা পক্ষপাতী তাঁরা নন বলেই জানালেন গুরুং।
বৃহস্পতিবার, বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মোর্চা প্রতিনিধি দল মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। বৈঠকের পর বিমল গুরুং জানান, তিনি পাহাড়ে ফেরার পরই জিটিএ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মোর্চা। নির্বাচনে অংশ নিলে সব আসনেই তাঁরা জিতবেন বলে আশাপ্রকাশ করেছেন মোর্চা সভাপতি। জিটিএ চুক্তি হওয়ার পর প্রায় এক বছর কেটে গেলেও জট এখনও কাটেনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠক যথেষ্ট উত্তপ্ত ছিল বলে জানিয়েছেন বিমল গুরুং। মঙ্গলবার মোর্চা নেতারা দিল্লিতে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। যদিও, বৃহস্পতিবার বিমল গুরুং জানান, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের পাশে থাকবেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জিএলপি সদস্যদের পুলিসে নিয়োগের দাবি জানিয়েছে মোর্চা। জিটিএতে তরাই-ডুয়ার্সের মৌজা অন্তর্ভুক্তি নিয়ে প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের রিপোর্ট খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির কাছে তাঁরা তাঁদের বক্তব্য জমা দেবেন বলে জানিয়েছেন বিমল গুরুং। এই অবস্থায় রাজ্যের সহযোগিতা লাভের আশাতেই কি রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের পাশে থাকার কথা বলছে মোর্চা? এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে।
এদিনের বৈঠকের পর বিমল গুরুং তাঁর বক্তব্য জানালেও সাংবাদিকদের মুখোমুখি হননি মমতা বন্দ্যোপাধ্যায়।

.