দুরত্ব আরও কমছে, এবার সরাসরি দলের কাজে ফিরলেন মুকুল রায়

মুকুল-তৃণমূল দুরত্ব আরও কমছে। আবার সরাসরি দলের কাজে ফিরলেন মুকুল রায়। সংসদের সেন্ট্রাল হলে কুশল বিনিময়, তারপর অভিষেক ব্যানার্জির বাড়িতে মমতা ব্যানার্জির আমন্ত্রণে নৈশভোজ। মুকুলকে নিয়ে তৃণমূলে বরফ গলার ইঙ্গিত গত সপ্তাহেই পাওয়া গিয়ছিল। এবার তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলে দেখা গেল মুকুল রায়কে। প্রায় আট মাস পর আবার সরাসরি দলের কাজে ফিরলেন তিনি।

Updated By: Dec 16, 2015, 01:26 PM IST
দুরত্ব আরও কমছে, এবার সরাসরি দলের কাজে ফিরলেন মুকুল রায়

ওয়েব ডেস্ক: মুকুল-তৃণমূল দুরত্ব আরও কমছে। আবার সরাসরি দলের কাজে ফিরলেন মুকুল রায়। সংসদের সেন্ট্রাল হলে কুশল বিনিময়, তারপর অভিষেক ব্যানার্জির বাড়িতে মমতা ব্যানার্জির আমন্ত্রণে নৈশভোজ। মুকুলকে নিয়ে তৃণমূলে বরফ গলার ইঙ্গিত গত সপ্তাহেই পাওয়া গিয়ছিল। এবার তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলে দেখা গেল মুকুল রায়কে। প্রায় আট মাস পর আবার সরাসরি দলের কাজে ফিরলেন তিনি।

সংখ্যালঘু ইস্যুতে কথা বলতে সকাল দশটায় কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লার সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মুকুল রায়ের সঙ্গে কখনই তাঁদের দূরত্ব তৈরি হয়নি।

কখনও কাউকে পিছনের সারিতে বসতে হবে, কখনও কেউ এগিয়ে আসবে। মুকুল রায়ের দলীয় কর্মসূচিতে ফেরা নিয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে।

.