‘অর্জুনকে খুন করতে চেয়েছিলেন মমতা, তাঁকে প্রথমে গ্রেফতার করা হোক’, সব্যসাচীর গণেশ পুজোয় এসে বললেন মুকুল

“অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। অর্জুন সিংকে তিনিই খুন করতে চেয়েছিলেন কাল।” বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি তুললেন বিজেপিনেতা মুকুল রায়।

Updated By: Sep 2, 2019, 02:21 PM IST
‘অর্জুনকে খুন করতে চেয়েছিলেন মমতা, তাঁকে প্রথমে গ্রেফতার করা হোক’, সব্যসাচীর গণেশ পুজোয় এসে বললেন মুকুল

নিজস্ব প্রতিবেদন: “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।” বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি তুললেন বিজেপি নেতা মুকুল রায়।

 

সব্যসাচীর গণেশ পুজোয় এবারের সবচেয়ে নজরকাড়া বিষয় হল বিজেপি নেতাদের উপস্থিতি। এদিনের অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেননরা। পুজোর উদ্বোধন করেন তাঁরা। সঙ্গে সৌজন্য বিনিময় তো ছিলই। এদিনের অনুষ্ঠানে সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, “সব্যসাচী হলেন এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। সেজন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মুকুল রায়ের কথার রেশ টেনেই সব্যসাচী বলেন, “আমি সারদা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিসের ভয় নেই।”

উল্লেখ্য, সব্যসাচীর পুজোয় বিজেপি নেতাদের উপস্থিতি যেন এদিন এক অন্য আবহ তৈরি করে। অনুষ্ঠানস্থলে মুকুল রায় ঢুকতেই এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে। সব্যসাচী দত্তের গণেশ পুজোর মণ্ডপসজ্জার মধ্যেও তাঁর বিজেপি-পথগামী হওয়ার আভাস খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মণ্ডপের চূড়াতেই পদ্ম যেন বলছে সব্যসাচীর বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা।

বাঁশ, বন্দুকের বাটে মাথা ফাটল বিজেপি কর্মীদের, আহত টিটাগড়ের IC, রণক্ষেত্র বারাকপুরে মোতায়েন RAF

‘দাদা’ মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা নতুন নয়। সে বাড়িতে বসে লুচি-আলুর দমই হোক, কিংবা চপ-কাকলেটের আড্ডা পর্ব। সব্যসাচী দত্ত কিন্তু প্রতিবারই এর পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই বলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার তাঁরই গণেশ পুজো দিলীপ ঘোষদের উপস্থিতি নিয়ে কী বলবেন তিনি? উত্তর দেবে সময়।

তবে এদিন গণেশ পুজোর উদ্বোধন ঘিরেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়  উত্তর ২৪ পরগনার জগত্পুরে। কাঁচরাপাড়ার যুব নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গতকাল গুন্ডা পুলিস বিজেপির ওপর আক্রমণ করেছিল। কাঁচরাপাড়ায় পুলিসকে দিয়ে আক্রমণ করা হচ্ছে। সাংসদ, বিধায়করাই সুরক্ষিত নন। সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে?”

.