মুকুল রায়ের নেতৃত্বে আজ কমিশনে তৃণমূল

মুকুল রায়ের নেতৃত্বে আজ নির্বাচন কমিশনে তৃণমূল। ইতিমধ্যেই কমিশনের কাছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ জানিয়েছে বিরোধীরা। বিরোধীদের সেই অভিযোগ কাটতেই এবার তত্পর রাজ্যের শাসকদল। কমিশনকর্তাদের কাছে  তথ্য-পরিসংখ্যান পেশ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় কতটা ভাল, আজ তার খতিয়ান  দেবেন তৃণমূল প্রতিনিধিরা।  

Updated By: Feb 16, 2016, 10:29 AM IST
মুকুল রায়ের নেতৃত্বে আজ কমিশনে তৃণমূল

ওয়েব ডেস্ক: মুকুল রায়ের নেতৃত্বে আজ নির্বাচন কমিশনে তৃণমূল। ইতিমধ্যেই কমিশনের কাছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ জানিয়েছে বিরোধীরা। বিরোধীদের সেই অভিযোগ কাটতেই এবার তত্পর রাজ্যের শাসকদল। কমিশনকর্তাদের কাছে  তথ্য-পরিসংখ্যান পেশ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় কতটা ভাল, আজ তার খতিয়ান  দেবেন তৃণমূল প্রতিনিধিরা।  

পাশাপাশি ভোটে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনের যৌক্তিকতা নিয়েও সওয়াল তুলবেন তাঁরা।  প্রায় এক বছর পর নির্বাচন কমিশনে ফের তৃণমূল  প্রতিনিধি দলের নেতৃত্বে  মুকুল রায়। থাকছেন ডেরেক ওব্রায়ান, সুব্রত বক্সি , কাকলি ঘোষদস্তিদার এবং সুখেন্দুশেখর রায়ও।

.