পাইরেসির কোপে সঙ্কটে মিউজিক ওয়ার্ল্ড

গানের সিডি নিয়ে রমরমিয়ে চলছে পাইরেসি। যার প্রভাব পড়েছে গানের সিডি বিক্রির ওপর। আর এর প্রভাবেই বন্ধ হতে চলেছে পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ড।

Updated By: Jun 21, 2013, 10:29 PM IST

গানের সিডি নিয়ে রমরমিয়ে চলছে পাইরেসি। যার প্রভাব পড়েছে গানের সিডি বিক্রির ওপর। আর এর প্রভাবেই বন্ধ হতে চলেছে পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ড।
সিডি বিক্রেতাদের অভিযোগ, বাজারে বেড়েছে নকল সিডির পরিমান। তার ওপর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজেই গান ডাউনলোডের সুবিধা থাকায় কমছে গানের সিডি কেনার ক্রেজ। এই দুইয়ের প্রভাব যথেচ্ছভাবে পড়ছে বিক্রেতাদের রুজিরুটিতে। এবার তারই প্রতিবাদে সরব হলেন শহরের নামিদামি শিল্পীরা। এ বিষয়ে প্রেস ক্লাবে ইস্টার্ন ইন্ডিয়া মিউজিক অ্যান্ড হোম ভিডিও প্রোডিউসারস অ্যাসোশিয়েসনের তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাত দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। দক্ষিণ ভারতের গুন্ডা অ্যাক্ট প্রয়োগ করে রোখা গেছে পাইরেসি। তাই এবার পাইরেসির বিরুদ্ধে এই গুন্ডা অ্যাক্টকেই হাতিয়ার হিসেবে কাজে লাগানো হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।  

.