নেপালের পাশে থাকতে, নজরুল মঞ্চে বিক্রম-রশিদ যুগলবন্দীতে মিউজিকাল কনসার্ট

নেপালের ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াতে অনুদান আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে এ রাজ্যের শিল্পীরাও। নজরুল মঞ্চে আয়োজন করা হচ্ছে এক মিউজিকাল কনসার্টের। যেখানে শিল্পীরা পারফর্ম করবেন নেপালবাসীর জন্য।

Updated By: Jun 13, 2015, 10:19 AM IST
নেপালের পাশে থাকতে, নজরুল মঞ্চে বিক্রম-রশিদ যুগলবন্দীতে মিউজিকাল কনসার্ট

ওয়েব ডেস্ক: নেপালের ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াতে অনুদান আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে এ রাজ্যের শিল্পীরাও। নজরুল মঞ্চে আয়োজন করা হচ্ছে এক মিউজিকাল কনসার্টের। যেখানে শিল্পীরা পারফর্ম করবেন নেপালবাসীর জন্য।

নেপালের ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াতে মিউজিকাল কনসার্টের আয়োজন। উদ্যোগে বিক্রম ঘোষ ও রশিদ খান। দুই বন্ধু মিলে আয়োজন করলেন এক সঙ্গীত আসরের। যেখানে একই মঞ্চে পারফর্ম করবেন বিক্রম ঘোষ, রশিদ খান সহ হরিহরনের মতো ব্যক্তিত্বরা। এর আগেও অনুদান এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে এরাজ্যের শিল্পীরাও। কিছুদিন আগেই এক কনসার্টে কয়েকজন শিল্পী গান গেয়েছেন নেপালবাসীর জন্য। আর বিক্রম ঘোষ আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে আজই সন্ধায় নজরুল মঞ্চে।

.