ক্যাপ্টেনের ঘরে ফেরা
পনেরোদিনের টানাপোড়েনের পর শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস আলিপুরের পার্ক রোডে ওয়াহি পরিবারে। বাড়ি ফিরলেন অপহৃত এম বি কটন জাহাজের ক্যাপ্টেন শিশির ওয়াহি। আজ বেলা ১২টা নাগাদ বাড়ি ফিরেছেন তিনি। ২৪ জন ভারতীয় নাবিক সমেত গত ১৫ই জুলাই গাবোনের পোর্ট জেন্টেলে জলদস্যুদের হাতে পড়ে তুরস্কের মালবাহী জাহাজ এমভি কটন।
পনেরোদিনের টানাপোড়েনের পর শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস আলিপুরের পার্ক রোডে ওয়াহি পরিবারে। বাড়ি ফিরলেন অপহৃত এম বি কটন জাহাজের ক্যাপ্টেন শিশির ওয়াহি। আজ বেলা ১২টা নাগাদ বাড়ি ফিরেছেন তিনি। ২৪ জন ভারতীয় নাবিক সমেত গত ১৫ই জুলাই গাবোনের পোর্ট জেন্টেলে জলদস্যুদের হাতে পড়ে তুরস্কের মালবাহী জাহাজ এমভি কটন।
১২ই জুলাই জাহাজের দায়িত্বে নিয়েছিলেন ক্যাপ্টেন শিশির ওয়াহি। তারপর থেকে বেশকয়েকদিন জাহাজে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করে কেন্দ্র। সুস্থ অবস্থায় শিশির ওয়াহি বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস পরিবারে।