অবশেষে স্বস্তি,নারদ মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন ফিরহাদদের

প্রধান বিচারপতি মন্তব্য করেন, এখন যদি অভিযুক্তদের জামিন দিয়ে মামলার শুনানি হয় তাহলে কি কোনও সমস্যা রয়েছে?

Updated By: May 28, 2021, 04:54 PM IST
অবশেষে স্বস্তি,নারদ মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন ফিরহাদদের

নিজস্ব প্রতিবেদন: অবশেষে কিছুটা স্বস্তি। নারদ মামলায়(Narada Case) শর্তসাপেক্ষে জামিন পেলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim), মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। চার লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে ওই ৪ হেভিওয়েটকে। তবে দেওয়া হয়েছে কিছু শর্তও।

আরও পড়ুন-PM-CM বৈঠকে Suvendu-কে নিয়ে আপত্তি Mamata-র, বিরোধী দলনেতার নথি প্রকাশ বিজেপির

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে। আপাতত শর্তসাপেক্ষে ওই চার নেতা-মন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে রয়েছে মামলা সংক্রন্ত কোনও বিষয় নিয়ে মিডিয়ার মুখোমুখি হওয়া যাবে না। মামলার তথ্যপ্রমাণ বিকৃত করা যাবে না। প্রসঙ্গত, এই আদেশ হল অন্তর্বর্তীকালীন। পরবর্তীক্ষেত্রে শুনানির সময়ে জামিন নাকচও হতে পারে।

হাইকোর্টে আজ খুব কম সময়ের মধ্যেই আজ নারদ মামলা(Narada Case) শুনানি শেষ হয়ে যায়। সওয়াল জবাবে আজ কিছুটা চাপেই পড়ে যান সিবিআইয়ের আইনজীবী ও সিলিসিটর জেনারেল তুষার মেহতা(Tusher Mehta)। তিনি আদালতে আবেদন করেন, ওই চার নেতাকে জামিন দেবেন না। কারণ তা হলে তাঁরা মামলায় প্রভাব খাটাতে পারেন। কারণ তাঁরা প্রভাবশালী ব্যক্তিত্ব। পাশাপাশি মামলা ঠান্ডা ঘরেও চলে যেতে পারে।

আদালতের তরফে তুষার মেহতাকে প্রশ্ন করা হয়, ওই চার নেতা-মন্ত্রী আগেও প্রভাবশালী ছিলেন। এখন হঠাত্ প্রভাবশালী হয়ে গেলেন এমনটা নয়। তাহলে এখন জামিনের বিরোধিতা করছেন কেন। এখনও গ্রেফতারের কী প্রয়োজনীয়তা রয়েছে। হাইকোর্টে এদিন সিবিআইকে আরও প্রশ্ন করা হয়, চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার কেন।

আরও পড়ুন-Modi-র সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক চান Mamata, থাকবেন না রিভিউ বৈঠকে 

এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, এখন যদি অভিযুক্তদের জামিন দিয়ে মামলার শুনানি হয় তাহলে কি কোনও সমস্যা রয়েছে? ওই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, জামিনে আপত্তি নেই। তবে সেক্ষেত্রে কিছু শর্ত দিতে হবে।  সেগুলি হল অভিযুক্তরা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়ার মুখোমুখি হতে পারবেন না, কোনও জামায়েতে যেতে পারবেন না। প্রয়োজনের কোর্টের আসতে হবে। সিবিআইয়ের ওই সওয়ালের পরই ৪ নেতাকে জামিনে মুক্তি দেয় হাইকোর্ট। ফলে এখন থেকে তাঁর সশরীরে তারা বৈঠক করতে পারবেন বা সরকারি কাজকর্ম করতে পারবেন। এমনটাই মনে করছেন আইনজীবীরা।

.