মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় মহিলা কমিশন
পার্কস্ট্রিট থেকে বর্ধমান, কাটোয়া। পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেড়ে চলেছে মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণের ঘটনা। রাজ্যে মহিলাদের ওপর বাড়তে থাকা অপরাধের প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন `ন্যাশনাল কমিশন ফর ওম্যান`-এর প্রতিনিধিরা।
পার্কস্ট্রিট থেকে বর্ধমান, কাটোয়া। পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেড়ে চলেছে মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণের ঘটনা। রাজ্যে মহিলাদের ওপর বাড়তে থাকা অপরাধের প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন `ন্যাশনাল কমিশন ফর ওম্যান`-এর প্রতিনিধিরা।
মহিলাদের অধিকার রক্ষার বিষয়েই মূলত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। রাজ্যে মহিলাদের ওপর বাড়তে থাকা অপরাধ, বিশেষভাবে পার্ক স্ট্রিট কাণ্ডের জেরেই জাতীয় মহিলা কমিশনের এই সফর বলে মনে করা হচ্ছে।