ভুল ইনজেকশনে মৃত্যু, ফের গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ উঠল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের বিরুদ্ধে। দুপুর দেড়টা নাগাদ নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার রয়ে শম্ভুনাথ পণ্ডিতে ভর্তি হন ৭২ বছরের অনিরুদ্ধ ভট্টাচার্য। তিনি বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ উঠল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের বিরুদ্ধে। দুপুর দেড়টা নাগাদ নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার রয়ে শম্ভুনাথ পণ্ডিতে ভর্তি হন ৭২ বছরের অনিরুদ্ধ ভট্টাচার্য। তিনি বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর বমিও হচ্ছিল। রোগীর আত্মীয়েরা জানিয়েছেন, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তখন এক হাউস স্টাফ ছিলেন। তিনি রোগীকে পরপর দুটি ঘুমের ইনজেকশন দেন। এরপর আরেকটা ইনজেকশন দিতেই মারা যান অনিরুদ্ধ ভট্টাচার্য। তৃতীয় ইনজেকশনটি দিতে নার্সরা ওই ডাক্তারকে বারণ করেছিলেন বলে রোগীর আত্মীয়দের দাবি। রোগীর মৃত্যুর পর দফায় দফায় হাসপাতালে বিক্ষোভ চলে। পরে হাসপাতাল ও অভিযুক্ত হাউস স্টাফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও ভুল ইঞ্জেকশন দেওয়ার কথা অস্বীকার করেছেন হাসপাতাল সুপার। তাঁর বক্তব্য বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শেই রোগীকে ইঞ্জেকশন দিয়েছিলেন হাউস স্টাফ। তবে রোগী মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।