জল্পনার অবসান, রাজ্য মন্ত্রিসভার সদস্য শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা সহ তিন নতুন মুখ

সব জল্পনার অবসান। রাজ্য মন্ত্রিসভার সদস্য হচ্ছেন শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা এবং মাথাভাঙার বিধায়ক বিনয় বর্মণ। স্বাধীনপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন বর্ধমানের তৃণমূল নেতা স্বপন দেবনাথ। শারীরিক অসুস্থতার কারণে হিতেন বর্মণ মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিচ্ছেন বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে। আজ রাজভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যেরা।

Updated By: Dec 26, 2013, 08:51 AM IST

সব জল্পনার অবসান। রাজ্য মন্ত্রিসভার সদস্য হচ্ছেন শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা এবং মাথাভাঙার বিধায়ক বিনয় বর্মণ। স্বাধীনপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন বর্ধমানের তৃণমূল নেতা স্বপন দেবনাথ। শারীরিক অসুস্থতার কারণে হিতেন বর্মণ মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিচ্ছেন বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে। আজ রাজভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যেরা।

মঙ্গলবার রাত থেকে জল্পনা তুঙ্গে ছিল রাজ্যমন্ত্রিসভায় রদবদল নিয়ে। অবশেষে বড়দিনের রাতেই মন্ত্রিসভায় রদবদল নিয়ে সব জল্পনার জবাব এল। এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে জানানো হল মন্ত্রিসভায় জায়গা পেতে চলা তিনটি নতুন মুখের নাম।

নতুন মন্ত্রী হচ্ছেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। মাথাভাঙার বিধায়ক বিনয় বর্মণ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন বর্ধমান জেলা তৃণমূলের গ্রামীন সভাপতি স্বপন দেবনাথ। শারীরিক অসুস্থতার কারণে হিতেন বর্মণ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছেন বলে জানানো হয়েছে তৃণমূলের ওয়েবসাইটে।

চব্বিশ ঘণ্টার খবরে আমরা দেখিয়েছিলাম নতুন মন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। এর আগেও বহুবার শশী পাঁজার নাম মন্ত্রী হওয়ার জন্য বিবেচিত হয়েছে ।

শারীরিক কারণে হিতেন বর্মণ ইস্তফা দিচ্ছেন বলে জানানো হয়েছে। যদিও হিতেন বর্মণের কাজে মোটেই খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী। তাঁকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হতে পারে বলেও জল্পনা ছিল তুঙ্গে। তাঁর জায়গায় মন্ত্রী হচ্ছেন মাথাভাঙার বিধায়ক বিনয় বর্মণ।

বামেদের শক্ত ঘাঁটি বর্ধমানে পঞ্চায়েতে ভাল ফল করেছে তৃণমূল। তার পুরস্কার স্বরূপ সম্ভবত এবার স্বাধীনদায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায় ঘনিষ্ঠ বর্ধমান জেলা গ্রামীনের তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ।

.