ইন্টার্নকে যৌন হেনস্থা কাণ্ডে ক্রমশ একঘরে হয়ে পড়ছেন অশোক গাঙ্গুলি
অশোক গাঙ্গুলির বিরুদ্ধে অবিলম্বে পুলিসি তদন্ত শুরুর দাবি জানাল কংগ্রেস। তরুণীর অভিযোগের ভিত্তিতে অবিলম্বে দিল্লি পুলিসের ব্যবস্থা নেওয়া উচিত। দাবি করেছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। কড়া পুলিসি ব্যবস্থার দাবি জানিয়েছে বিজেপিও। জেডিইউ মনে করে ,ওই তরুণীরও পুলিসে অভিযোগ দায়ের করা উচিত ।
অশোক গাঙ্গুলির বিরুদ্ধে অবিলম্বে পুলিসি তদন্ত শুরুর দাবি জানাল কংগ্রেস। তরুণীর অভিযোগের ভিত্তিতে অবিলম্বে দিল্লি পুলিসের ব্যবস্থা নেওয়া উচিত। দাবি করেছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। কড়া পুলিসি ব্যবস্থার দাবি জানিয়েছে বিজেপিও। জেডিইউ মনে করে ,ওই তরুণীরও পুলিসে অভিযোগ দায়ের করা উচিত ।
বিতর্ক চলছেই। যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করে সুপ্রিম কোর্টের তদন্ত কমিটিকেই চ্যালেঞ্জ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। ব্লগ লিখে পাল্টা তোপ দেগেছেন অভিযোগকারিনীও। দেশজোড়া এই বিতর্কের মাঝেই অশোক গাঙ্গুলির বিরুদ্ধে ওঠা অভিযোগের পুলিসি তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।
শুরু থেকেই অশোক গাঙ্গুলির ইস্তফার দাবিতে সরব বিজেপি। এবারে কড়া পুলিসি ব্যবস্থার দাবি তুলেছে তারা।
প্রশাসনিক পদক্ষেপের আগে অভিযোগকারিনী তরুণীর পুলিসে অভিযোগ দায়ের করা জরুরি বলে মনে করেন জেডিইউ নেতা সাবির আলি।
রাজনৈতিক নেতাদের একাংশ সরব হলেও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফার সম্ভাবনা অবশ্য আগেই খারিজ করে দিয়েছেন অশোক গাঙ্গুলি।