শিক্ষক হতে গেলে
স্কুল শিক্ষক হতে গেলে এবার থেকে দুটি পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি এবার টিচার্স এলিজিবিলিটি টেষ্টেও বসতে হবে শিক্ষক পদের আবেদনকারীদের।
Updated By: Oct 27, 2011, 09:50 PM IST
স্কুল শিক্ষক হতে গেলে এবার থেকে দুটি পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি এবার টিচার্স এলিজিবিলিটি টেষ্টেও বসতে হবে শিক্ষক পদের আবেদনকারীদের। শিক্ষার অধিকার আইন মেনে এ রাজ্যে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। সেক্ষেত্রে টিচার্স এলিজিবিলিটি টেষ্ট পাশ করলে তবেই বসা যাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়। এবছর থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম।