সরকারি অফিসে কর্মী নিয়োগের নয়া পদ্ধতি, চাকরির স্থায়ীত্বের উপর কোপ

কর্পোরেট অফিসের ধাঁচে সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন পদ্ধতিতে তিন বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। তিন বছর পর কাজের মূল্যায়ণ করে স্থায়ী চাকরি দেওয়া হবে। 

Updated By: Mar 5, 2013, 11:09 AM IST

কর্পোরেট অফিসের ধাঁচে সরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন পদ্ধতিতে তিন বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। তিন বছর পর কাজের মূল্যায়ণ করে স্থায়ী চাকরি দেওয়া হবে। 
তিন বছর অস্থায়ী পদে থাকার সময় কোনও কর্মীর কাজে সন্তুষ্ট না হলে তাঁকে স্থায়ী করা হবে না। তবে আরও এক বছর তাঁকে সময় দেওয়া হবে। বিভাগীয় পরীক্ষা পাসের পরই স্থায়ী করা হবে। অস্থায়ী সময়ে পুরো বেতন পাবেন না কর্মীরা। শুধুমাত্র বেসিক পাবেন। মিলবে না ডিএ, টিএ, বোনাস। পয়লা মার্চ থেকেই এই নিয়ম কার্যকরী হচ্ছে।

.