চিটফান্ডে তদন্তে গতি আনতে নয়া স্পেশাল ডিরেক্টর ইডিতে
কে হলেন নতুন স্পেশাল ডিরেক্টর?
নিজস্ব প্রতিবেদন : ফের ইডির স্পেশাল ডিরেক্টর বদল। চিটফান্ড তদন্তে গতি আনতেই এই বদল বলে ইডি সূত্রে খবর। কলকাতা জোনে ইডির নতুন স্পেশাল ডিরেক্টর হলেন সুভাষ আগরওয়াল।
উল্লেখ্য, এর আগে কলকাতা জোনে ইডির স্পেশাল ডিরেক্টর ছিলেন যোগেশ গুপ্তা। তাঁকে সেই দায়িত্ব থেকে সরানোর পর অস্থায়ীভাবে স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন বিবেক ওয়াদেকর। এবার নয়া স্পেশাল ডিরেক্টর হলেন সুভাষ আগরওয়াল।
ইডি সূত্রে খবর, নতুন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল সারদা, নারদা, রোজভ্যালি সহ রাজ্যের সমস্ত চিটফান্ট মামলার তদন্তেরই নেতৃত্ব দেবেন। প্রসঙ্গত, বছর ঘুরলেই বিধানসভা ভোট। নির্বাচনের আগেই ইডির স্পেশাল ডিরেক্টর পদে বদল তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন, কয়লা পাচার কাণ্ডে কলকাতা সহ রাজ্যের ৩০ জায়গায় তল্লাশি সিবিআই-এর