এবার রাজ্যে লোকসভা ভোটে রেকর্ড ২৭ লক্ষ নতুন ভোটার, জয় পরাজয়ে ফারাক গড়বেন এঁরাই

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২১ শতাংশ মানুষের হাতে সচিত্র ভোটার কার্ড তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় সাড়ে ৬ কোটি ভোটারদের মধ্যে সাতাশ লক্ষই নতুন ভোটার। লোকসভা ভোটে এই বিপুল সংখ্যার নতুন ভোটারই নির্নায়ক ফ্যাক্টর।

Updated By: Jan 7, 2014, 11:19 AM IST

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২১ শতাংশ মানুষের হাতে সচিত্র ভোটার কার্ড তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় সাড়ে ৬ কোটি ভোটারদের মধ্যে সাতাশ লক্ষই নতুন ভোটার। লোকসভা ভোটে এই বিপুল সংখ্যার নতুন ভোটারই নির্নায়ক ফ্যাক্টর।

২০০৯ সালের লোকসভা নির্বাচন। বামফ্রন্ট ১৫, তৃণমূল কংগ্রেস ১৯, কংগ্রেস ৬। বামেদের ভোটের শতকরা হার ৪৪ শতাংশ। কংগ্রেস ও তৃণমূল জোটের ৪৬। পার্থক্য মাত্র ২ শতাংশ।

২০১১ সালের বিধানসভা নির্বাচন। বামেদের ভোটের শতকরা হার ৪১ শতাংশ, তৃণমূল ও কংগ্রেসের জোটের ৪৮ শতাংশ। অর্থাত্‍ ৭ শতাংশ বেশি। কিন্তু বামেদের থেকে জোট বেশি পেল ২২৯টি আসন।

এ তথ্য সকলের জানা। কিন্তু এই তথ্য নতুন করে সামনে আনার কারণ একটাই। এবারের লোকসভা নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ২৭ লক্ষেরও বেশি। সাম্প্রতিক কালে যা রেকর্ড।

তার মানে এবারের লোকসভা নির্বাচনে এই নতুন ভোটাররা নিঃসন্দেহে ডিসাইডিং ফ্যাক্টর। তথ্য বলছে, ৪২টি কেন্দ্রে গড়ে ৭০ হাজার নতুন ভোটার। এই ভোটারাই ঘুম কেড়ে নিতে পারেন যেকোন দলের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন ভোটারদের ভোট কখনও সরকারের পক্ষে গেছে উদহরণ ২০০৬ সাল। আবার বিরোধিদের পক্ষে গিয়েছে ২০১১সালে। সম্প্রতি উদাহরণ দিল্লিতে আপের উত্থান। ফলে নতুন ভোটারদের দিকে তাকিয়ে সব দল।

.