Newtown Porn Case: ক্রমশ খুলছে জট, গ্রেফতার পর্নকাণ্ডের মডেল কো-অর্ডিনেটর

মডেল জোগাড় করাই ছিল শৌভিকের কাজ।

Updated By: Aug 4, 2021, 12:12 PM IST
Newtown Porn Case: ক্রমশ খুলছে জট, গ্রেফতার পর্নকাণ্ডের মডেল কো-অর্ডিনেটর

নিজস্ব প্রতিবেদন: নিউটাউন পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার আরও ১। ধৃতের নাম শৌভিক মুখোপাধ্যায়। বেলেঘাটা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিস। মূলত কো-অর্ডিনেটর হিসাবে কাজ করত সে। মডেল জোগাড় করাই ছিল শৌভিকের কাজ। 

বিভিন্ন মডেলদের সঙ্গে নন্দিনীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়াই ছিল শৌভিকের কাজ। সোশ্যাল মিডিয়া থেকে মেয়েদের খুঁজে বের করে কাজ দেওয়ার টোপ দিত সে। প্রসঙ্গত, মঙ্গলবারই এক অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিস। 

আরও পড়ুন, Coronavirus: দেশে ফের সংক্রমণের বাড়বাড়ন্ত, মৃত্যু বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ

এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিস। নিউটাউনের যে পর্নোগ্রাফি মামলা তা ক্রমেই বিস্তার করছে। মঙ্গলবার দমদম থেকে গ্রেফতার হয় স্নেহাশিস বল। পর্ন ছবিতে অভিনয় করত অভিযুক্ত। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

জানা যায়, আগে বেশ কয়েকটি ধারাবাহিকে ছোট রোল করেছিলেন স্নেহাশিস। তারপরেই নন্দিতা দত্তদের সঙ্গে আলাপ হয় ধৃতের। পরবর্তীতে পর্ন ছবিতে অভিনয় করতেন তিনি। প্রতিবেশীদের কথায়, বেশকিছুদিন ধরেই স্নেহাশিসদের জীবনযাত্রায় বদল আসে। ছোট বাড়ি থেকে পাশেই একটি ফ্ল্যাটে উঠে আসে স্নেহাশিসের পরিবার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.