রাজ্যে 'ড্রাই ডে' তুলে দেওয়ার সুফল নাকি এটাই!

ড্রাই ডে? সেটা আবার কী? আমাদের রাজ্যে ওসব কিছু নেই। এবার থেকে হাসিমুখে একথা বলার সুযোগ পাবেন বঙ্গবাসী। এরাজ্যে ঘুরতে আসা বিদেশী পর্যটকদেরও পোয়া বারো। কারণ এবার থেকে ড্রাই ডে-তেও ক্রেতা অনায়াসে মদ কিনতে পারবেন।

Updated By: Sep 1, 2016, 06:10 PM IST
রাজ্যে 'ড্রাই ডে' তুলে দেওয়ার সুফল নাকি এটাই!

ওয়েব ডেস্ক : ড্রাই ডে? সেটা আবার কী? আমাদের রাজ্যে ওসব কিছু নেই। এবার থেকে হাসিমুখে একথা বলার সুযোগ পাবেন বঙ্গবাসী। এরাজ্যে ঘুরতে আসা বিদেশী পর্যটকদেরও পোয়া বারো। কারণ এবার থেকে ড্রাই ডে-তেও ক্রেতা অনায়াসে মদ কিনতে পারবেন।
ড্রাই ডে অর্থাত্‍ বছরের বিশেষ কয়েকটি জাতীয় ছুটির দিন দোকান বন্ধ রাখা হয়। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস,গান্ধী জয়ন্তী, মহরমের দশম দিন ও দোলযাত্রায় সহকর্মীদের সঙ্গে মদ্যপানের আসর বসাতে হলে এতদিন আগে থেকে মদ কিনে রাখতে হত। অথবা অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করে নানা জায়গা খুঁজে কোনওক্রমে মদ কেনা সম্ভব হত।

আরও পড়ুন- টেট মামলায় ফের রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

এবার থেকে আর এই খাটাখাটনি করতে হবে না। কারণ রাজ্যে উঠে যাচ্ছে ড্রাই ডে। ড্রাই ডে- এর  দিনগুলিতে দুপুর ২টো পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। এখানেই শেষ নয়। এবার থেকে তিনতারা বা তার চেয়ে উন্নত হোটেল বারগুলি ৩৬৫ দিনই খোলা থাকবে। যাঁরা বার ও নাইট ক্লাবে যেতে পছন্দ করেন, তাদের আর হতাশ হয়ে ফিরতে হবে না।

সম্প্রতি বিহারে মদ কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সরকার। কিন্তু এক্কেবারে অন্যপথে হেঁটে উপার্জনের পথ দেখাল পশ্চিমবঙ্গ।

.