নোনাডাঙায় পাঁচিল তোলা শুরু, গণঅনশনে বস্তিবাসীরা
নোনাডাঙায় আজ থেকে শুরু হচ্ছে পাঁচিল তোলার কাজ। মঙ্গলবারই ওই এলাকায় জমি জরিপ এবং খুঁটি পোঁতার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ডেকন নামে একটি বেসরকারি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। প্রকল্পটি মোট ২ কোটি টাকার।
নোনাডাঙায় আজ থেকে শুরু হচ্ছে পাঁচিল তোলার কাজ। মঙ্গলবারই ওই এলাকায় জমি জরিপ এবং খুঁটি পোঁতার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ডেকন নামে একটি বেসরকারি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে। প্রকল্পটি মোট ২ কোটি টাকার।
এদিকে নোনাডাঙা বস্তির বাসিন্দারা জানিয়ে দিয়েছেন, এলাকা ছেড়ে যাবেন না তারা। পাঁচিল তোলার বিরোধিতা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন নোনাডাঙা বস্তির বাসিন্দারা। উচ্ছেদের প্রতিবাদে আজ থেকে গণ অনশনে বসছেন তাঁরা। নোনাডাঙা বস্তি পরিদর্শনে গিয়ে কিছুদিন আগেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, নোনাডাঙার জমিতে পাঁচিল দেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে। মঙ্গলবার সেইমতো জমি জরিপের কাজ শুরু হয়।
প্রসঙ্গত, গত বুধবার নোনাডাঙায় উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের রুবি মোড়ে বিক্ষোভ মিছিলে লাঠি চালিয়েছিল পুলিস। আহত হয়েছিলেন ১০ জন। আহতদের মধ্যে ছিলেন এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলাও।