বেড়েছ ভিড়, কমেছে বিক্রি, বইমেলা ২০১৫
বইমেলা শেষ। তবে এই বছর বিক্রি আশানুরূপ নয়। বিশেষ করে কমেছে ইংরেজি বইয়ের বিক্রি। মেলায় দর্শক সমাগম তো কম হয়নি। তাহলে কেন কমছে বই বিক্রি ? এনিয়ে রীতিমতো চিন্তিত গিল্ডকর্তারা।
চিন্তায় পুস্তক প্রকাশক থেকে পুস্তক বিক্রেতা, সকলেই। জায়গা বদলেছে। কিন্তু আকর্ষণ কমেনি। আজও সমান জনপ্রিয় কলকাতা পুস্তক মেলা। এই বছর প্রায় প্রতিদিনই মিলন মেলা প্রাঙ্গনে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অথচ তার পরেও বই বিক্রি নিয়ে হতাশ গিল্ড। তাঁদের দাবি, এবছর ব্যবসা প্রত্যাশামত হয়নি। গিল্ডের দাবি, বাংলা বইয়ের বাজার মোটামুটি একইরকম রয়েছে। তবে ইংরেজি বই বিক্রি একেবারেই প্রত্যাশা ছুঁতে পারেনি। বিক্রি কমে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ রয়েছে মনে করেন গিল্ডকর্তারা। যারমধ্যে অন্যতম, কমিশন কাঠামো।
ফ্র্যাঙ্কফার্ট পুস্তক মেলার আদলে তৈরি হয়েছে কলকাতা বই মেলা। ফ্র্যাঙ্কফার্টের সেই মেলা এখন প্রায় অতীত। তবে কি কলকাতা বই মেলায় এবার ভাটার টান? প্রশ্নটা ভাবাচ্ছে গিল্ডকর্তা থেকে পুস্তক প্রকাশক ও বিক্রেতা, সব পক্ষকেই।