কাকলির কুরুচিকর মন্তব্য, সমালোচনা সব মহলে
পার্ক ষ্ট্রিট ধর্ষণকাণ্ড নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠল সমাজের সব মহলে। সাংসদের করা বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে আর এক তৃণমূল সাংসদ কবীর সুমন বলেন, "তাঁর বাকরুদ্ধ হয়ে যাচ্ছে।" একজন জনপ্রতিনিধির এ ধরনের মন্তব্যে মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। কবীর সুমন প্রশ্ন তুলেছেন, "এ ভাবে নিজেকে ছোট করছেন কাকলি ঘোষ দস্তিদার?"
পার্ক ষ্ট্রিট ধর্ষণকাণ্ড নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠল সমাজের সব মহলে। সাংসদের করা বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে আর এক তৃণমূল সাংসদ কবীর সুমন বলেন, "তাঁর বাকরুদ্ধ হয়ে যাচ্ছে।" একজন জনপ্রতিনিধির এ ধরনের মন্তব্যে মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। কবীর সুমন প্রশ্ন তুলেছেন, "এ ভাবে নিজেকে ছোট করছেন কাকলি ঘোষ দস্তিদার?"
মহিলাদের ধর্ষণযোগ্য বলা, তাঁদের মর্যাদা হানি করা। এমন চললে বিপদে পড়বে গোটা সমাজ। কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়ায় জানিয়েছেন সুনন্দ সান্যাল। সেইসঙ্গে, রাজ্যে পুলিসি সন্ত্রাসের রাজত্ব চলছে বলেও মন্তব্য করেন এই প্রবীণ শিক্ষাবিদ।
কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাট্যকর্মী কৈশিক সেনও। ধর্ষণের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতাকেই নির্দেশ করে। এ সবের মধ্যে জড়িয়ে নিজেদের হাস্যকর করে তুলছেন তৃণমূল নেতারা। এ থেকেই বোঝা যায় তাঁদের কাণ্ডজ্ঞান কতটা কম। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য সম্পর্কে এমনটাই মত কৌশিক সেনের। আবার সমাজকর্মী মীরাতুন নাহারের প্রশ্ন, "ঘটনার এতদিন পর কাকলি ঘোষদস্তিদার এমন মন্তব্য করছেন কেন?"
দেহপসারিণী হলে কী তাঁকে ধর্ষণ করা আইনতসঙ্গত? তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদারের মন্তব্যের প্রেক্ষিতে এমনই প্রশ্ন তুললেন পার্কস্ট্রিট কাণ্ডের অভিযোগকারীনি। তাঁর অভিযোগ, সরকার তাঁর ওপর মানসিক চাপ তৈরি করছে।
রাজনীতির কারবারিদের সৌজন্যের সীমা লঙ্ঘন নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই ফের কুরুচিকর মন্তব্যের অভূতপূর্ব নজির গড়লেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। পার্ক স্ট্রিটে সে দিনের ধর্ষণের ঘটনাকে সরাসরি ওই দিন পার্ক স্ট্রিটে কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, যা হয়েছে তা হল মহিলার সঙ্গে তার খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝি!