Mamata Banerjee: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বহু মামলা রয়েছে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন্দ্রকে তুলোধনা মমতার

Mamata Banerjee:এখন থেকে ক্যাডারদের চাঙ্গা করতে চিত্কার শুরু করেছে, ৩৫টা আসন পাবে। আগে ৫টা আসন পেয়ে দেখাও পরে ৩৫টার কথা বলবে। এখন থেকে অনেক প্ল্য়ান করছে। এখানকার অনেক বিধায়ককে টার্গেট করেছে। কোনও বিজেপি বিধায়ককে কি টার্গেট করেছে?

Updated By: Apr 17, 2023, 05:03 PM IST
Mamata Banerjee: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বহু মামলা রয়েছে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন্দ্রকে তুলোধনা মমতার

জি ২৪ ঘণ্টা ডিজিটালব ব্য়ুরো: সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। হঠাত্ করে নোটবন্দি করেছিল ওরা। রাস্তায় লাইনে দাঁড়িয়ে ৬৫ জন প্রাণ হারিয়েছিলেন। কোনও বিচার পায়নি কেউ। এলআইসি বিক্রি করে দেওয়া হচ্ছে। একজনকে দিয়ে দেওয়া হচ্ছে। কোনও বিচার নেই। বিএসএনএল বিক্রি করে দেওয়া হচ্ছে। কোনও বিচার নেই। সংসদ একদিনও চলে না। সরকার এমনটাই চাইছিল। কেউ যেন কোনও প্রশ্ন করতে না পারে। এই প্রথম দেখলাম সরকার চায় না সংসদ চলুক। কারণ ওরা চায় অর্ডিন্য়ান্স করে যা চাইবে তা পাস করাবে।

আরও পড়ুন-'সরকার ভাঙার চক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর', বিস্ফোরক মমতার শাহের পদত্যাগ দাবি

এদিন স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন। চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশকে রক্ষা করার পরিবর্তে চক্রান্ত করছেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে চাইছেন। সংবিধান বিরোধী কথা বলছেন। বাংলার নির্বাচিত সরকার ফেলে দেবেন? কোন আইনে সরকার ভাঙবেন?  তিনি কখনওই একথা বলতে পারেন না। একথা বলার কোনও অধিকার নেই তাঁর। গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই।'

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, একুশের মতো শুরু করেছে বিজেপি। এখন থেকে ক্যাডারদের চাঙ্গা করতে চিত্কার শুরু করেছে, ৩৫টা আসন পাবে। আগে ৫টা আসন পেয়ে দেখাও পরে ৩৫টার কথা বলবে। এখন থেকে অনেক প্ল্য়ান করছে। এখানকার অনেক বিধায়ককে টার্গেট করেছে। কোনও বিজেপি বিধায়ককে কি টার্গেট করেছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাতে টার্গেট করা হয়েছে কি? তার বিরুদ্ধে বোমা বন্দুক নিয়ে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে। বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে তো নিজে একট বড় গুন্ডা! কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.