বাবুলের কটাক্ষ অভিষেককে, জবাবে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বিঁধলেন নুসরত...

প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের কেন Y প্লাস নিরাপত্তা দেওয়া হল? এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যার রেশ ধরে ট্যুইট যুদ্ধে জড়ান বাবুল সুপ্রিয় ও নুসরত জাহান।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Sep 9, 2020, 02:02 PM IST
বাবুলের কটাক্ষ অভিষেককে, জবাবে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বিঁধলেন নুসরত...
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  কঙ্গনা রানাউতের Y প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল কেন?  এই নিয়ে শুরু হয়েছিল তৃণমূল বিজেপি তরজা করোনা। এবার রোজভ্যালি যোগের প্রসঙ্গ তুলে বাবুল সুপ্রিয়কে বিঁধলেন নুসরত।

 লিখলেন, বিজেপি সাংসদকে ব্যঙ্গ করে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের প্রশ্ন, রোজভ্যালি চিটফান্ডের এনফোর্সমেন্ট করে Z ক্যাটাগরির নিরাপত্তা লাভ করা  ছাড়া বাবুলের ‘তাৎপর্যপূর্ণ কাজ’ আর কিই বা আছে? নুসরতের খোঁচা, নিজের নির্বাচনী এলাকায় না গিয়ে এবং দরিদ্র ও বঞ্চিতদের লুঠপাট করার জন্য এটাই কি বাবুলকে কেন্দ্রীয় সরকারের দেওয়া সান্ত্বনা সম্মান?

 

প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের কেন Y প্লাস নিরাপত্তা দেওয়া হল? এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যার রেশ ধরে ট্যুইট যুদ্ধে জড়ান বাবুল সুপ্রিয় ও নুসরত জাহান।

'আমার রামমন্দিরে বাবর বাহিনীর হানা' : কঙ্গনা রানাউত

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর প্রশ্ন,  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন কমান্ডো কভার দেওয়া হয়?  বাবুলের দাবি,  কঙ্গনা কিছু অপ্রিয় সত্যি কথা বলে শিবসেনার রোষের মুখে পড়েছেন,  তাই তাঁকে Y+ সিকিউরিটি দেওয়া হচ্ছে। কিন্তু ‘ভাইপো’র সিকিউরিটি কি সত্যি কথা ‘ঢাকতে’? তারপরই শুরু হয় জলঘোলা।

.