Tiljala Minor Girl Murder case: মামলা রুজু হয়েছিল আগেই, এবার সরানো হল তিলজলার ওসি'কে...

Tiljala Minor Girl Murder case: দু'পক্ষই ঘটনার সুরাহা চায়। কিন্তু তবুও সংঘাত। দুর্ঘটনার তদন্তে নেমে কেন বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের সংঘাত বাধছে! এ প্রশ্ন ছিলই। তবে আপাতত তিলজলা থানার ওসি-বদলে ঘটনায় নয়া মোড়।

Updated By: Apr 1, 2023, 06:47 PM IST
Tiljala Minor Girl Murder case: মামলা রুজু হয়েছিল আগেই, এবার সরানো হল তিলজলার ওসি'কে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মামলা রুজু আগেই হয়েছিল। এবার সরানো হল তিলজলার ওসি'কে। তাঁকে কলকাতা পুলিস ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন ওসি হলেন সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তিলজলা থানা এলাকায় ৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে যৌন হেনস্থার পর খুনের ঘটনা ঘটে। সেই ঘটনা প্রসঙ্গে জানতেই শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তিলজলায় আসেন। অন্য দিকে, NCPCR চেয়ারপার্সনের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। মহিলা কমিশনকেও চিঠি। হুমকি দেওয়ার পাশাপাশি অসম্মান করেছেন প্রিয়াঙ্ক কানুনগো।

আরও পড়ুন: Mayo Road Bus Accident: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মেয়ো রোডে উল্টে গেল মিনিবাস, আশঙ্কাজনক ৩

পুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন NCPCR চেয়ারপার্সন। করেছিলেন অভিযোগও। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছিল মামলা। মামলার তদন্তভার গ্রহণ করেছে কলকাতা পুলিসের গুণ্ডা দমন শাখা। সঙ্গে আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো ও এক মহিলা সদস্য শুক্রবার গিয়েছিলেন তিলজলা কান্ডে ওই শিশুকন্যার বাড়িতে। সেখানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে একপ্রস্থ সংঘাতের পরে তিলজলা থানায় বিস্ফোরক অভিযোগ করলেন প্রিয়ঙ্ক। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানের অভিযোগ, মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলতে এসে হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। 

আরও পড়ুন: Bengal Weather Update: বৃষ্টির জেরে আজও ভোগান্তি, হতে পারে শিলাবৃষ্টিও

উল্লেখ্য, কয়েকদিন আগেই তিলজলা থানা এলাকায় ৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে যৌন হেনস্থার পর খুনের ঘটনা ঘটে। সেই ঘটনা প্রসঙ্গে জানতেই শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তিলজলায় আসেন। অন্য দিকে, NCPCR চেয়ারপার্সনের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। মহিলা কমিশনকেও চিঠি। হুমকি দেওয়ার পাশাপাশি অসম্মান করেছেন প্রিয়াঙ্ক কানুনগো। এমনই দাবি সুদেষ্ণা রায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কেন্দ্রীয় দলকে সহযোগিতা করতে চায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। দাবি, চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের।

তিলজলার পর মালদহের গাজোল। সেখানে স্কুলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখতে গাজোলে গিয়েছিল NCPCR-এর দল। ঘটনাস্থলেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের দাবি, তাঁরা ছাত্রীর পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলতে চান। সেখানে রাজ্যের কমিশনের কোনও প্রতিনিধি থাকতে দিতে চান না তাঁরা। এ নিয়েই বিবাদের সূত্রপাত। পাল্টা বক্তব্য রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের। তাঁর দাবি, রাজ্য শিশু সুরক্ষা কমিশন সহযোগিতা করতেই এসেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.