Mayo Road Bus Accident: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মেয়ো রোডে উল্টে গেল মিনিবাস, আশঙ্কাজনক ৩
Mayo Road Bus Accident: আহতদের অধিকাংশকেই এসএসকেএমের ট্রামা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। একজনের আঘাত আশঙ্কাজনক
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মেয়ো রোডে বাঁক নেওয়া সময় সামনে পড়ে গেল বাইক। আর তাকে বাঁচাতে গিয়েই মেয়ো রোডে উল্টে গেল একটি মিনিবাস। সেটি মেটিয়াব্রুরুজ-হাওড়া রুটের। বাস উল্টে গিয়ে ভেতরে চাপা পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। বাসের সামনের কাচ ভেঙে তাদের বাইরে বের করে আনা হয়।
আরও পড়ুন-চাপ বাড়ছে রাজ্যের উপরে! ডিএ আন্দোলনকে এবার দিল্লি নিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা
আহতদের অধিকাংশকেই এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। একজনের আঘাত আশঙ্কাজনক। জানা যাচ্ছে মোট ১৮ জনকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে বাইকচালকও রয়েছেন। বাইকটি ভেঙেচুরে গিয়েছে। মিনিবাসটি সামনের কাজ ভেঙে যায়। পুলিস এসে বাসটিকে রাস্তার উপরে খাড়া করে। বাসের নীীচে থেকে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
বাঁক নিতে গিয়ে বাসটি উল্টে গিয়ে বাসের দরজা রাস্তার উপরে চাপা পড়ে যায়। বাসযাত্রীদের দাবি, বাসটি বাঁক নেওয়ার সময় কিছু যাত্রী নামতে যাচ্ছিলেন। ফলে তারা রাস্তার উপরে চাপা পড়ে য়ান। রাস্তার উপরে রক্ত, জুতো পড়ে থাকতে দেখা যায়। বাসের অবস্থা দেখে কিছুটা অন্তত বোঝা যায় বাসের ভেতরের যাত্রীদের কী অবস্থা। রক্তাক্ত অবসথায় এক যাত্রী বলেন, কীভাবে বাস রাস্তার উপরে উল্টে গেল বুঝতে পারছি না। বাসে প্রচুর মানুষ ছিল। আমরা নামতে যাচ্ছিলাম। তারপর এই ঘটনা। পুলিসের বক্তব্য, কোনও যাত্রিক ত্রুটির ফলেই বাসটি উল্টে যায় নাকি অন্য কিছু হয়েছিল তা বোঝা যাচ্ছে না। ট্রাম কেয়ার সেন্টারে ৩ গুরুতর আহতকে রেড জোনে রেখে চিকিত্সা করা হচ্ছে। বাকীদের কার কোথায় আঘাত রয়েছে তা বুঝে চিত্কিত্সা শুরু হয়েছে।