একে দেবাঞ্জন কাণ্ড, সঙ্গে দোসর BJP-র কর্মসূচি, KMC-তে এসে নাজেহাল সাধারণ মানুষ

সোমবার গোটা দিন ধরে কলকাতা কর্পোরেশেন কার্যত অচলাবস্থা চলল।

Updated By: Jul 5, 2021, 06:24 PM IST
একে দেবাঞ্জন কাণ্ড, সঙ্গে দোসর BJP-র কর্মসূচি, KMC-তে এসে নাজেহাল সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদন: একে প্রতারক দেবাঞ্জন দেবের ভুযো ভ্যাকসিন কাণ্ডে রক্ষে নেই, সঙ্গে দোসর বিজেপির কর্পোরেশন অভিযান। আর এই জোড়া ফলায় বিদ্ধ সাধারণ মানুষ। সোমবার গোটা দিন ধরে কলকাতা কর্পোরেশেন চলল কার্যত অচলাবস্থা। ফলে কর্পোরেশনে এসে নাজেহাল হয়ে বাড়ি ফিরলেন বহু মানুষ।    

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসায় ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনে বেড়েছে নজরদারি। নিরাপত্তাও কঠোর হয়েছে। যথাযথ পরিচয়পত্র না দেখাতে পারলে বা সঠিক কারণ না দর্শাতে পারলে, কাউকে কর্পোরেশনের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদেই সোমবার কলকাতা কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। ফলে নিরাপত্তা বেড়ে গিয়েছিল আরও কয়েক গুণ। যাতে নাজেহাল সাধারণ মানুষ।

আরও পড়ুন: বিনা কারণে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে হিংসাত্মক করে তোলা হল: দিলীপ ঘোষ

আরও পড়ুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে দুর্বিষহ হয়ে উঠছে মানুষের জীবন, প্রতিবাদে মোদীকে চিঠি মমতার

কেউ জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে এসে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে গেলেন। কেউ আবার কামারহাটি থেকে লাইসেন্স পুনর্নবীকরণের ফি জমা দিতে এসে, দীর্ঘক্ষণ প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে থাকলেন এবং শেষে বাড়ি ফিরে গেলেন। এভাবেই দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ চূড়ান্ত নাজেহাল হলেন। হতাশায় কেউ দিলেন ভাগ্যের দোহাই। কেউ বা ক্ষোভ উগরে দিলেন প্রশাসনের উপর।

.