কাল থেকে ৮০ টাকা দিয়েই পিঁয়াজ কিনতে হবে! নতুন যে স্টক কলকাতার পাইকারি বাজারে আসার কথা, তার দাম আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
অয়ন ঘোষাল: পিঁয়াজের দাম লাগাম ছাড়া। পিঁয়াজের দাম শুনেই চোখে জল চলে আসছে মধ্যবিত্তের। নাসিকের পিয়াজের যোগানে সংকট। ওদিকে রাজ্যের সুখ সাগর পিয়াজ এখনও নেই। এই পরিস্থিতিতে কাল থেকে শহরের বাজারে টাস্ক ফোর্সের অভিযান। পিঁয়াজের দামের ফাটকাবাজি রুখতেই অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
বিশ্বকর্মা এবং গণেশ পুজোর সময় বাজারে পিঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। মহালয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ৭০ টাকা। লক্ষ্মীপুজো মিটতেই তা সোমবার থেকে আরও বেড়ে ৮০ টাকা। কিছুটা খারাপ মানের অল্প কিছু পিঁয়াজ এখনও ৭০ টাকায় পাওয়া যাচ্ছে ঠিকই। তবে সেই স্টক আজকের মধ্যেই শেষ হবে। অর্থাৎ কাল থেকে ৮০ টাকা দিয়েই পিঁয়াজ কিনতে হবে। নতুন যে স্টক কলকাতার পাইকারি বাজারে আসার কথা, তার দাম আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও শহরের খুচরো বিক্রেতারা কেন দাম বেড়েছে, সেই প্রশ্নের উত্তর বহু চেষ্টা করেও পাইকারদের কাছ থেকে পাননি।
পিঁয়াজের দাম বাড়ার কারণ কি?
কেন্দ্র নাসিকের পিঁয়াজে ৪০ শতাংশ অন্ত শুল্ক বাড়িয়েছে। মহারাষ্ট্র নির্বাচনের আগে ভিন রাজ্যে অত্যধিক পিঁয়াজ রফতানি আটকাতে ২ মাস নাসিক পিয়াজ মান্ডিতে স্ট্রাইক হয়েছিল। এখন সেই স্ট্রাইক উঠে গেলেও পিঁয়াজ পরিবহন স্বাভাবিক ছন্দে ফেরেনি। এরই মধ্যে মহারাষ্ট্রে রবি শস্য মরসুমের পিঁয়াজের স্টক শেষ। খারিজ মরসুমের পিঁয়াজ এখনও মান্ডিতে আসেনি। ফলে উৎস মুখেই সংকট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে পিঁয়াজের মোট চাহিদার ৩৩ শতাংশ মেটায় সুখ সাগর পিঁয়াজ। সেই পিঁয়াজও এখনও রাজ্যের কিষাণ মান্ডিতে পৌঁছায়নি।
তাও রাজ্য সরকার সুফল বাংলায় ৫০ টাকা করে পিঁয়াজ বিক্রি করছে। ওদিকে খোলা বাজারে যে পিঁয়াজের দাম ৬০ বা ৭০ টাকার বেশি হওয়া উচিত নয়, সেটাই ৮০-র ঘরে গিয়ে ঠেকেছে। কে বা কারা ফাটকাবাজি করে দাম বাড়াচ্ছে, তা খতিয়ে দেখতে কাল থেকে শহরের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের অভিযান শুরু হচ্ছে। জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।
আরও পড়ুন, Weather Today: শীতের পথে কাঁটা, দীপাবলির আগেই ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
AUS
(70.3 ov) 225 (37 ov) 121
|
VS |
WI
143(52.1 ov) 27(14.3 ov)
|
Australia beat West Indies by 176 runs | ||
Full Scorecard → |