অথ পঞ্চায়েত কথা...

সুপ্রিম কোর্টের পঞ্চায়েত সংক্রান্ত অন্তিম রায়ের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ``পঞ্চায়েত ভোট হবেই। কোনও অবস্থায় মানুষের অধিকার কাড়তে দেব না।`` এর সঙ্গে তিনি এও জানান সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার ফলে বাধ্য হয়েই রামজান মাসে নির্বাচন করতে হবে তাঁদের। তবে এতে মুসলমান ভাই-বোনেরা অখুশি হবেন বলেও মত তাঁর।

Updated By: Jun 28, 2013, 07:59 PM IST

সুপ্রিম কোর্টের পঞ্চায়েত সংক্রান্ত অন্তিম রায়ের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ``পঞ্চায়েত ভোট হবেই। কোনও অবস্থায় মানুষের অধিকার কাড়তে দেব না।`` এর সঙ্গে তিনি এও জানান সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার ফলে বাধ্য হয়েই রামজান মাসে নির্বাচন করতে হবে তাঁদের। তবে এতে মুসলমান ভাই-বোনেরা অখুশি হবেন বলেও মত তাঁর।
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্য পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানালেন শেষ পর্যন্ত যে ভোট হচ্ছে তাতেই তাঁরা খুশি। এই রায় আসলে নির্বাচন কমিশনের জয় কি না জানতে চাইলে তিনি বলেন কমিশন ভোট হোক এটাই চায়নি। তাঁর মতে তাই এই রায় কখনই কমিশনের জয় হতে পারে না।
নির্বাচন কমিশনের সচিব তাপস রায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের ফলে নির্ঝঞ্ঝাটে ভোট করা যাবে।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সমরাদিত্য পাল।
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কংগ্রেস নেতা আবদুল মান্নান।

.