কমিশনকে তোপ শাসকের, কমিশনের পাশে বিরোধীরা

"পঞ্চায়েত নির্বাচন করতে চায় না রাজ্য, সে কারণেই প্যাঁচ কষার কাজ চলছে।'' আজ রানি রাসমণি রোডে বামেদের সমাবেশে অভিযোগ তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত ব্যবস্থাকে ভণ্ডুল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যপাধ্যায়কে তাঁর প্রশ্ন,"এ বিষয়ে নীরব কেন মুখ্যমন্ত্রী?"

Updated By: Apr 2, 2013, 10:50 AM IST

"পঞ্চায়েত নির্বাচন করতে চায় না রাজ্য, সে কারণেই প্যাঁচ কষার কাজ চলছে।'' আজ রানি রাসমণি রোডে বামেদের সমাবেশে অভিযোগ তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত ব্যবস্থাকে ভণ্ডুল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যপাধ্যায়কে তাঁর প্রশ্ন,"এ বিষয়ে নীরব কেন মুখ্যমন্ত্রী?"
আজকের সমাবেশের মধ্যে দিয়ে কমিশনের পাশে থাকার ইঙ্গিত দিয়ে রাস্তায় আন্দোলনে নামল বামেরা। কাল থেকে জেলায় জেলায় প্রচার কর্মসূচী থাকছে বামেদের। জেলার কর্মসূচী চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
বিমান বসু আরও বলেন, "পঞ্চায়েত ভোট না হলে উন্নয়ের কাজ বন্ধ হয়ে যাবে।" কেন্দ্রের টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় বহু গরিব মানুষ সমস্যায় পড়বে বলেও মন্তব্য করেন বিমান বাবু।
রাজ্যে নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে পথে নামল বামফ্রন্ট, তখন নজির বিহীন ভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামল শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের সমাবেশে সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, "পঞ্চায়েত ভোট নিয়ে এক্তিয়ার লঙ্ঘন করেনি রাজ্য সরকার।" মেট্রো চ্যানেলের সমাবেশের এদিন মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা।

.