ভোটে অশান্তি হলে দায়িত্ব নিতে নারাজ কমিশন
পঞ্চায়েত ভোটে অশান্তি হলে তার দায়ভার কমিশন নাও নিতে পারে। আজ রাজ্য নির্বাচন কমিশন এমনই ইঙ্গিত দিয়েছে। কমিশনের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী ভোটে নিরাপত্তা ব্যবস্থা তারা করছে। ভোট শান্তিপুর্ণ করার সবরকম চেষ্টাও কমিশন করবে।কিন্তু ভোটের সময় অশান্তি হলে তার দায়িত্ব কে নেবে? নির্বাচন কমিশনের স্পষ্ট যুক্তি, সে ক্ষেত্রে তারা দায়িত্ব নেবে কিনা তা ভেবে দেখা হবে।
পঞ্চায়েত ভোটে অশান্তি হলে তার দায়ভার কমিশন নাও নিতে পারে। আজ রাজ্য নির্বাচন কমিশন এমনই ইঙ্গিত দিয়েছে। কমিশনের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী ভোটে নিরাপত্তা ব্যবস্থা তারা করছে। ভোট শান্তিপুর্ণ করার সবরকম চেষ্টাও কমিশন করবে।
কিন্তু ভোটের সময় অশান্তি হলে তার দায়িত্ব কে নেবে? নির্বাচন কমিশনের স্পষ্ট যুক্তি, সে ক্ষেত্রে তারা দায়িত্ব নেবে কিনা তা ভেবে দেখা হবে। এদিকে ডিভিশন বেঞ্চের রায়ে সহমতের ভিত্তিতে সমঝোতার যে কথা বলা হয়েছে, সে বিষয়ে আইনি লড়াইয়ের ভাবনা চিন্তাও করছে কমিশন। ইতিমধ্যেই আইনজীবির সঙ্গে এবিষয়ে আলোচনা করা হয়েছে।