Ankita Adhikari: ফেসবুকে পরেশকন্যার 'সততার পাঠ'! একযোগে কটাক্ষে বাম-বিজেপি-নেটিজেন, কী বলছে তৃণমূল?

স্ক্রিনশটটি ফেসবুকে শেয়ার করে নেটিজেনদের মধ্য়ে কেউ লিখেছেন, "আপনারা এনাকে দেখুন আর কীভাবে সৎ হতে হয় চেষ্টা করুন।" কেউ বা লিখেছেন, "বিলম্বিত বোধদয়"। নেটিজেনদের মধ্য়ে অনেকে আবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) প্রশংসা করেছেন। 

Reported By: তনুজিৎ দাস | Updated By: May 20, 2022, 11:19 PM IST
Ankita Adhikari: ফেসবুকে পরেশকন্যার 'সততার পাঠ'! একযোগে কটাক্ষে বাম-বিজেপি-নেটিজেন, কী বলছে তৃণমূল?

তনুজিৎ দাস:  তাঁর নিয়োগে বেনিয়মের অভিযোগ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন তিনি। এবার সেই পরেশ-কন্যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) নামে একটি প্রোফাইলের স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে ক্যাপশনে লেখা 'Honesty is the best policy' বাংলায় বললে 'সততাই ধর্ম'। আর এই ক্যাপশন নিয়েই কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ। যদিও স্ক্রিনশটটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।  

স্ক্রিনশটটি ফেসবুকে শেয়ার করে নেটিজেনদের মধ্য়ে কেউ লিখেছেন, "আপনারা এনাকে দেখুন আর কীভাবে সৎ হতে হয় চেষ্টা করুন।" কেউ বা লিখেছেন, "বিলম্বিত বোধদয়"। নেটিজেনদের মধ্য়ে অনেকে আবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) প্রশংসা করেছেন। 

অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) নামের প্রোফাইলের স্ক্রিনশটটি শেয়ার করেছেন সিপিএম নেতা শতরুপ ঘোষ (Shatarup Ghosh)। 

কটাক্ষ করে সিপিএম-এর (CPIM) রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র জানিয়েছেন, "সততা, পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে, এই বিষয়গুলো যে এক নয়, তা আজ ওপেন সিক্রেট। পরেশ অধিকারীর মেয়ে সততার কথা বলছেন এটা জোক অফ দ্য ইয়ার। এখন সততার প্রতীক বরখাস্ত হয়েছে, এবার পিসির সরকার বরখাস্ত হবে।" 

এই নিয়ে শাসকদলকে খোঁচা দিয়েছেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। তিনি জানিয়েছেন, "চোর-ডাকাতরাও আজকাল সততার কথা বলছেন। কেউ না জানুক, অঙ্কিতা অধিকারী তো জানতেন যে উনি পাশ করেননি। তার বাবা যখন চাকরির ব্যবস্থা করে দিলেন, তখন ওনার না বলা উচিত ছিল। উনি বলেননি। ওনার কাজই প্রমাণ করছে উনি আসলে কী!"

যদিও বিরোধীদের শত কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। তৃণমূল (TMC) নেতা সুদীপ রাহা জানিয়েছেন, "অঙ্কিতা অধিকারী দলের কোনও পদাধিকারী নন। তিনি ফেসবুকে কী প্রোফাইল পিকচার দেবেন, তার মাথায় কী ক্য়াপশন দেবেন, আমরা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। উনি দলের কেউ নন। তাই কেউ কটাক্ষ করলেই, তা সবার দিকে আসে না।"

শুক্রবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) জানিয়েছেন, মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়েকে আর কোনও বেতন দেওয়া যাবে না। তাঁকে 'শিক্ষিকা' হিসেবে পাওয়া বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০২০ থেকে যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.