Park Circus Firing: মাঝদুপুরে পার্কসার্কাসে পুলিস কর্মীর এলোপাথাড়ি গুলি, কীভাবে ঘটল ঘটনা?
জানা গিয়েছে, মৃত পুলিস কর্মীর নাম চৌদুপ লেপচা। ওই পুলিশ কর্মী আগে STF-এ পোস্টিং ছিলেন। পাঁচ দিন আগে কলকাতা পুলিসের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হন। শুক্রবার বাংলাদেশ হাই কমিশনের কিয়স্কে তিনি কর্মরত ছিলেন।
![Park Circus Firing: মাঝদুপুরে পার্কসার্কাসে পুলিস কর্মীর এলোপাথাড়ি গুলি, কীভাবে ঘটল ঘটনা? Park Circus Firing: মাঝদুপুরে পার্কসার্কাসে পুলিস কর্মীর এলোপাথাড়ি গুলি, কীভাবে ঘটল ঘটনা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/10/378316-park-circus-firingconstable.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভর দুপুরে শহরে গুলি। পার্কসার্কাস এলাকায় এলোপাথাড়ি গুলি চালালেন এক পুলিস কর্মী। সূত্রের খবর, গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। শেষে 'আত্মঘাতী' হন ওই পুলিস কর্মীও। কে এই পুলিস কর্মী? কীভাবে ঘটল গোটা ঘটনা?
জানা গিয়েছে, মৃত পুলিস কর্মীর নাম চৌদুপ লেপচা। ওই পুলিশ কর্মী আগে STF-এ পোস্টিং ছিলেন। পাঁচ দিন আগে কলকাতা পুলিসের পঞ্চম ব্যাটেলিয়নে পোস্টিং হন। শুক্রবার বাংলাদেশ হাই কমিশনের কিয়স্কে তিনি কর্মরত ছিলেন। সূত্রের খবর, ঘটনার আগে সার্ভিস রাইফেল নিয়ে কিয়স্ক থেকে বেরিয়ে আসেন ওই পুলিস কর্মী। আচমকাই ছোটাছুটি শুরু করেন।
সূত্রের খবর, পুলিস কর্মী প্রথমে পার্ক সার্কাসের দিকে ছুটে যান। এরপর ওই বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। প্রায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালান তিনি। গুলিবিদ্ধ হন এক মহিলা পথচারী মহিলা-সহ আরও এক ব্যক্তি। প্রথম ম্যাগজিন ভরে এলোপাথাড়ি গুলি চালান পুলিস কর্মী। দ্বিতীয় ম্যাগজিন থেকে নিজেকে গুলি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস।