Park Circus Firing: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি, খুন মহিলা, 'আত্মঘাতী' পুলিসকর্মী
বেশ কয়েক রাউন্ড গুলি চলে। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে।
নিজস্ব প্রতিবেদন : পার্ক সার্কাসে (Park Circus) ভরদুপুরে এলোপাথাড়ি গুলি (Firing)! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুজনের। গুলিতে মৃত্যু এক মহিলার। মহিলাকে গুলির পর 'আত্মঘাতী' অভিযুক্ত পুলিসকর্মীও।
জানা যাচ্ছে, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলে। এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক মহিলার। বুকে গুলি লাগে তাঁর। তারপরই 'আত্মঘাতী' হন অভিযুক্ত ওই পুলিসকর্মী। নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে গুলি করেই 'আত্মঘাতী' হন ওই পুলিসকর্মী। নিজের মাথায় গুলি করেন ওই কনস্টেবল।
কিন্তু কী কারণে কেন গুলি? এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আত্মঘাতী ওই পুলিসকর্মী আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে এক মহিলার মৃত্যু ছাড়াও আরও একজন জখম হয়েছে। তাঁর কোমরে গুলি লাগে। গাড়িতেও গুলি লাগে। 'আত্মঘাতী' ওই পুলিসকর্মী তপসিয়া থানার অধীনে পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনের কিয়স্কে কর্তব্যরত ছিলেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ফের বৃহস্পতিবার জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ অবরোধ। পার্ক সার্কাসেও চলছে বিক্ষোভ সমাবেশ। তারমধ্যেই এই ঘটনায় ব্য়াপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তুমুল আতঙ্কে স্থানীয়রা।