পার্ক স্ট্রিট কাণ্ডে ফের বিতর্কে সরকার, পিপি সর্বাণী রায়ের নিশানায় মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট গণধর্ষণে তিন অপরাধীর দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। তিন অপরাধীর কঠোরতর শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে তারা। রায়ের কপি হাতে পেলেই আবেদন জানানো হবে হাইকোর্টে। জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। এদিকে, সাজাপ্রাপ্ত সুমিত বাজাজের পরিবারের তরফেও জানানো হয়েছে, রায়ের কপি খুঁটিয়ে পড়ে তাঁরাও হাইকোর্টে আবেদন জানাবেন।

Updated By: Dec 12, 2015, 02:08 PM IST
পার্ক স্ট্রিট কাণ্ডে ফের বিতর্কে সরকার, পিপি সর্বাণী রায়ের নিশানায় মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: পার্ক স্ট্রিট গণধর্ষণে তিন অপরাধীর দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। তিন অপরাধীর কঠোরতর শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে তারা। রায়ের কপি হাতে পেলেই আবেদন জানানো হবে হাইকোর্টে। জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। এদিকে, সাজাপ্রাপ্ত সুমিত বাজাজের পরিবারের তরফেও জানানো হয়েছে, রায়ের কপি খুঁটিয়ে পড়ে তাঁরাও হাইকোর্টে আবেদন জানাবেন।

অপসারণের পরই বিস্ফোরক সর্বাণী রায়। এবার সরাসরি নিশানায় মুখ্যমন্ত্রী। এতদিন অন্য অবস্থানের পর আজ কেন সমালোচনা? চব্বিশ ঘণ্টায় সরাসরি প্রশ্ন তুললেন সর্বাণী রায়।
তাঁর বিরুদ্ধে সরকারের অবস্থান ঠিক না ভুল? স্থির করার ভার রাজ্যের মানুষের ওপরেই ছেড়ে দিলেন পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার স্পেশাল পিপি সর্বাণী রায়। কোনও সূত্রে খবর পেয়েই, বারবার পুলিসের নাগাল এড়াচ্ছে পার্ক স্ট্রিট ধর্ষণের প্রধান অভিযুক্ত। এমনটাই মনে করেন স্পেশাল পিপি সর্বাণী রায়। তিনি মনে করেন, কাদেরকে ধরাই এখন সবচেয়ে জরুরি কাজ।

পার্কস্ট্রিট মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটরের পদ ছাড়বেন না সর্বাণী রায়। তাঁর দাবি, ওই পদ থেকে তাঁকে সরানোর এক্তিয়ার নেই রাজ্য সরকারের। শুধুমাত্র রাজ্যপাল বললেই তিনি পদ ছাড়বেন। সর্বাণী রায়কে সরানোর সিদ্ধান্তের সমালোচনা করলেন আইনজীবী অরুণাভ ঘোষ।

.