Vande Bharat: বন্দে ভারতের খাবারে কিলবিল করছে পোকা! সাংসদের পোস্টে তুলকালাম...
Insects in Vande Bharat food: ট্রেনের দেওয়া সম্বরে সাঁতার কাটছে পোকা। সেই দৃশ্য় দেখে রীতিমত আঁতকে ওঠে এক যাত্রী। জানা গিয়েছে, তিরুনেলভেলি থেকে চেন্নাই পর্যন্ত বন্দে ভারত করে যাচ্ছিলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি খাবারের ভিডিয়ো শেয়ার করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে বন্দে ভারত। ট্রেনের দেওয়া সম্বরে সাঁতার কাটছে পোকা। সেই দৃশ্য় দেখে রীতিমত আঁতকে ওঠে এক যাত্রী। জানা গিয়েছে, তিরুনেলভেলি থেকে চেন্নাই পর্যন্ত বন্দে ভারত করে যাচ্ছিলেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি খাবারের ভিডিয়ো শেয়ার করেন। ভারতের প্রিমিয়ার এক্সপ্রেস ট্রেনে খাবারের মান নিয়ে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যায়, সম্বরে কালো পোকা জ্যান্ত ভাসছে।
এখানেই শেষ নয়, ওই যাত্রীর পোস্টটি শেয়ার করেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর। তিনি রেগে গিয়ে বন্দে ভারত ট্রেনের স্বাস্থ্যবিধি মান নিয়ে প্রশ্ন তোলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে লেখেন, 'অশ্বিনী বৈষ্ণব জি, তিরুনেলভেলি-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের পরিবেশিত খাবারে জীবন্ত পোকামাকড় পাওয়া গেছে যা স্বাস্থ্যবিধি এবং IRCTC-এর দায়বদ্ধতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এটি মোকাবেলা করতে এবং প্রিমিয়াম ট্রেনগুলিতে খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?'
Dear @AshwiniVaishnaw ji ,live insects were found in the food served on the Tirunelveli-Chennai #VandeBharatExpress
Passengers have raised concerns over hygiene and IRCTC’s accountability.
What steps are being taken to address this and ensure food safety on premium trains? pic.twitter.com/auR2bqtmip— Manickam Tagore .B(@manickamtagore) November 16, 2024
উল্লেখ্যযোগ্যভাবে, এই ঘটনা প্রথমবার নয়। এর আগে একাধিকবার বন্দে ভারত ট্রেনের খাবারে আরশোলা, ছত্রাক পাওয়া গিয়েছে। অন্যদিকে, সাংসদ মানিকম ঠাকুরের পোস্টের প্রতিক্রিয়া জানায় দক্ষিণ রেলওয়ে। রেলওয়ে জানিয়েছে যে, এই বিষয়ে তাত্ক্ষণিক তদন্ত করা হবে। বিবৃতি জারি করে বলা হয় যে, রেলওয়ে ক্যাটারিং পরিষেবা প্রদানকারীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন:Telengana: এবার হেয়ার কাটেও 'থ্রেট'! ডাক্তারি পড়ুয়াকে ন্যাড়া করালেন অধ্যাপকই...
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে রানি কমলাপতি থেকে জবলপুর জংশন পর্যন্ত ভ্রমণকারী এক যাত্রী এইধরণের অভিযোগ তোলেন। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) তরফ থেকে প্রতি যাত্রীকেই খাবার দেওয়া হয়। এক ব্যক্তির সেই খাবারের মধ্যে পাওয়া যায় মরা আরশোলা। শুভেন্দু কেশরী নামে ওই যাত্রী খাবারের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যাত্রীটি বন্দে ভারত এক্সপ্রেসের আমিষ থালির ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, খাবারের মধ্যে মৃত আরশোলা। শুধু তাই নয়, তিনি ওই খাবারের অস্বাস্থ্যকর অবস্থা সম্পর্কে জবলপুর স্টেশনে অভিযোগ দায় করেন। তার ছবিও তিনি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'আমি ১/০২/২০২৪ -এ ট্রেন নং ২০১৭৩ RKMP থেকে JBP (বন্দে ভারত এক্সপ্রেস) যাত্রা করছিলাম, ট্রেনের দেওয়া খাবারের প্যাকেটে মৃত আরশোলা দেখে আমি আতঙ্কিত।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)