Partha Chatterjee, SSC Scam: দুর্দশার শেষ নেই পার্থর, এবার কোপ পড়ল বেতনেও!

Partha Chatterjee, SSC Scam: পার্থ চট্টোপাধ্য়ায়কে সমস্ত কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তিনি এখন শুধু ২১ হাজার ৮৭০ টাকা বেতনটুকুই পাবেন।

Updated By: Aug 25, 2022, 07:00 PM IST
Partha Chatterjee, SSC Scam: দুর্দশার শেষ নেই পার্থর, এবার কোপ পড়ল বেতনেও!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পার্থ চট্টোপাধ্য়ায়ের জন্য আরও বড় ধাক্কা। তাঁর পদ গিয়েছে। দল থেকেও সাসপেন্ডেড তিনি। এবার কোপ পড়ল তাঁর বেতনেও। বিধায়ক হিসেবে অন্যদের থেকে ৬০ হাজার টাকা কম বেতন পাবেন পার্থ চট্টোপাধ্য়ায়। এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতারির পর, পার্থ চট্টোপাধ্য়ায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে মন্ত্রিত্ব গেলেও, বিধায়ক পদটি যায়নি তাঁর। এখনও বিধায়ক-ই আছেন পার্থ চট্টোপাধ্য়ায়। কিন্তু তাঁকে সব ধরনের কমিটি থেকে সরিয়ে দেওয়ায়, তিনি আর বিধায়ক হিসেবে বিভিন্ন মিটিংয়ে যোগ দেওয়ার জন্য কোনও ভাতা পাবেন না।

সূত্রের খবর, বিধায়করা মাসিক ২১ হাজার ৮৭০ টাকা মূল বেতন পেয়ে থাকেন, কোনওরকম ভাতা ছাড়া। এরপর যদি কোনও বিধায়ক পরিষদীয় কমিটির মিটিংগুলিতে যোগদান করেন, তবে ভাতা হিসেবে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পেয়ে থাকেন। সেক্ষেত্রে তাঁর মোট বেতন গিয়ে দাঁড়ায় ৮২ হাজার টাকা। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। কিন্তু এখন পার্থ চট্টোপাধ্য়ায়কে সমস্ত কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তিনি এখন শুধু ২১ হাজার ৮৭০ টাকা বেতনটুকুই পাবেন।

আরও পড়ুন, Mamata Banerjee: আদালতের বিচার কখনও একপক্ষের নয়, নিরপেক্ষ হয়: মমতা

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছে। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। সেইসঙ্গে বিপুল পরিমাণ সোনা, বৈদেশিক মুদ্রাও। তল্লাশিতে একের পর এক জায়গায় হদিশ মিলেছে পার্থর সম্পত্তির বিশাল সাম্রাজ্য। একাধিক পেপার কোম্পানির। যদিও অর্পিতা চট্টোপাধ্য়ায়ের দাবি, তিনি এই টাকার কথা কিছুই জানতেন না। এই সব টাকা-ই পার্থ চট্টোপাধ্য়ায়ের।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.