বেআইনি নিয়োগের অভিযোগে কাঠগড়ায় শিল্পমন্ত্রী

সরকারি দফতরে বেআইনি নিয়োগের অভিযোগ এবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন বেঙ্গল গভর্ণমেন্ট প্রেসের আলিপুর শাখার আইএনটিটিইউসি নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, সব রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের ৪০জনকে ওই প্রেসে নিয়োগ করেছেন শিল্পমন্ত্রী। প্রতিবাদে আজ সকালে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট প্রেসের আলিপুর শাখায় বিক্ষোভ দেখান আইএনটিটিইউসির সমর্থকেরা। সরকারি ক্ষেত্রে নিয়োগের সমস্ত বিধি ভেঙে ওয়েস্ট বেঙ্গল গভর্ণমেন্ট প্রেসে চল্লিশজনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল গভর্ণমেন্ট প্রেসের আলিপুর শাখার আইএনটিটিইউসি নেতা ও কর্মীদের। তাঁদের আরও অভিযোগ, নিয়োগ হওয়া ব্যক্তিরা অধিকাংশই পার্থবাবুর নির্বাচনী  এলাকা বেহালার বাসিন্দা।   

Updated By: Feb 7, 2013, 01:53 PM IST

সরকারি দফতরে বেআইনি নিয়োগের অভিযোগ এবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ এনেছেন বেঙ্গল গভর্ণমেন্ট প্রেসের আলিপুর শাখার আইএনটিটিইউসি নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, সব রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের ৪০জনকে ওই প্রেসে নিয়োগ করেছেন শিল্পমন্ত্রী। প্রতিবাদে আজ সকালে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট প্রেসের আলিপুর শাখায় বিক্ষোভ দেখান আইএনটিটিইউসির সমর্থকেরা। সরকারি ক্ষেত্রে নিয়োগের সমস্ত বিধি ভেঙে ওয়েস্ট বেঙ্গল গভর্ণমেন্ট প্রেসে চল্লিশজনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল গভর্ণমেন্ট প্রেসের আলিপুর শাখার আইএনটিটিইউসি নেতা ও কর্মীদের। তাঁদের আরও অভিযোগ, নিয়োগ হওয়া ব্যক্তিরা অধিকাংশই পার্থবাবুর নির্বাচনী  এলাকা বেহালার বাসিন্দা।   
গত কয়েকবছর নিয়োগ বন্ধ রয়েছে এই দফতরে। নিয়ম অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা দফতরের অস্থায়ী কর্মী এবং মৃত কর্মচারীদের আত্মীয়দের। কিন্তু তাদের টপকে কী ভাবে এই ৪০জনকে নিয়োগ করা হল তা নিয়েও প্রশ্ন উঠেছে।  
আরও বিপজ্জনক অভিযোগ তুলেছেন  আইএনটিটিইউসি নেতা নির্মলেন্দু মিশ্র। তিনিও ওই প্রেসের কর্মী। তাঁর অভিযোগ, বুধবার গভীর রাতে তাঁকে ফোনে ডেকে এনে ৪০ জনের নিয়োগে নো অবজেকশনের চিঠিতে সই করতে নির্দেশ দেন প্রেসের সুপারিনটেন্ডেন্ট।  নিয়োগপত্রগুলির তারিখেও গোলমাল রয়েছে বলে জানিয়েছেন নির্মলেন্দু সাহা।
একটি সরকারি দফতরে নিয়োগ করার ছদিন পরই কীভাবে এবং কেন ওই কর্মীদের অন্য দফতরে সরিয়ে আনা হল? কিভাবে তাঁরা চাকরিতে বহাল হলেন এপ্রশ্নের উত্তর দিতে পারেননি নিয়োগ হওয়া কর্মীরা।সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
 

.