প্রেসিডেন্সিতেও `সাজানো` ঘটনার তত্ত্বে শাসকের নিশানায় পাপ্পু

প্রেসিডেন্সি কাণ্ডেও সাজানো ঘটনার তত্ত্ব হাজির করল সরকার। শিল্পমন্ত্রীর মন্তব্য, পুরো ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে। শুক্রবারই, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী পাপ্পু সিংকে গ্রেফতারের দাবি করেন তিনি। রাতেই পাপ্পু সিংকে থানায় ডেকে পাঠানো হয়। যদিও, ছাত্র এবং কর্তৃপক্ষের আপত্তিতে রাতে তাঁকে থানায় যেতে হয়নি। গতকাল, জোড়াসাঁকো থানার পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে, পুলিস পাপ্পুকে গ্রেফতার না করায় ক্ষোভ গোপন করেননি শিল্পমন্ত্রী।

Updated By: Apr 14, 2013, 09:38 AM IST

প্রেসিডেন্সি কাণ্ডেও সাজানো ঘটনার তত্ত্ব হাজির করল সরকার। শিল্পমন্ত্রীর মন্তব্য, পুরো ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে। শুক্রবারই, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী পাপ্পু সিংকে গ্রেফতারের দাবি করেন তিনি। রাতেই পাপ্পু সিংকে থানায় ডেকে পাঠানো হয়। যদিও, ছাত্র এবং কর্তৃপক্ষের আপত্তিতে রাতে তাঁকে থানায় যেতে হয়নি। গতকাল, জোড়াসাঁকো থানার পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে, পুলিস পাপ্পুকে গ্রেফতার না করায় ক্ষোভ গোপন করেননি শিল্পমন্ত্রী।
১০ এপ্রিল ২০১৩। তাণ্ডবে বিধ্বস্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ঘটনার দিনের ভিডিও ফুটেজে ধরা পড়েছে তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতাকর্মীর মুখ। কিন্তু শুক্রবার আচমকাই পাপ্পু সিংকে গ্রেফতারের দাবি তোলেন শিল্পমন্ত্রী। 
পাপ্পু কে, সে প্রশ্নের জবাব অবশ্য দেননি শিল্পমন্ত্রী। উত্তরটা পাওয়া যায় শুক্রবার রাতেই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী সন্তোষ ওরফে পাপ্পু সিংকে থানায় নিয়ে যেতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিস। কিন্তু ছাত্র আর কর্তৃপক্ষের আপত্তিতে তাদের ফিরে যেতে হয়।
শনিবার বেলা বারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত ও পদার্থবিদ্যা বিভাগের প্রধান সোমক রায়চৌধুরী পাপ্পু সিংকে নিয়ে জোড়াসাঁকো থানায় যান। পুলিস প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তাঁকে। 
শুক্রবার রাতে পুলিস বলেছিল স্রেফ জবানবন্দিতে স্বাক্ষর করতেই পাপ্পুকে থানায় যেতে হবে। কিন্তু শনিবার তাঁকে তিন ঘণ্টা ধরে কার্যত জেরা করল পুলিস। কেন? উত্তরটা কি লুকিয়ে আছে শুক্রবার শিল্পমন্ত্রীর অভিযোগে? 
তবে কি পাপ্পুকে গ্রেফতারের পরিকল্পনাই ছিল? কর্তৃপক্ষ আর ছাত্রছাত্রীদের বাধায় তা করা গেল না? সন্দেহ বেড়েছে শনিবার শিল্পমন্ত্রীর প্রতিক্রিয়ায়।
পুলিস পাপ্পুকে গ্রেফতার না করায় দৃশ্যতই ক্রুদ্ধ শিল্পমন্ত্রী প্রেসিডেন্সিতে হামলার পিছনেও সাজানো ঘটনার তত্ত্ব হাজির করলেন। কড়া আক্রমণ করলেন রেজিস্ট্রারকে।
শুক্রবার শিল্পমন্ত্রীর তোলা প্রশ্নের জবাবটা শনিবার মিলল বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর ছাত্রছাত্রীদের সক্রিয়তাতেই কি পাপ্পুকে গ্রেফতারের পরিকল্পনা ভেস্তে গেল? সে জন্যই কি ক্ষিপ্ত শিল্পমন্ত্রী?   
 

.