বেনজির সতর্কতা মেট্রো রেলে, স্টেশনে ঢুকতে স্মার্ট কার্ড-এর সঙ্গে দেখাতে হবে পাস

শেষ পর্যন্ত অ্যাপ-এই শিলমোহর পড়ল। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Sep 4, 2020, 04:35 PM IST
বেনজির সতর্কতা মেট্রো রেলে, স্টেশনে ঢুকতে স্মার্ট কার্ড-এর সঙ্গে দেখাতে হবে পাস

নিজস্ব প্রতিবেদন- ১৪  সেপ্টেম্বর থেকে চলতে পারে মেট্রো। ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা চালাতে পারে কলকাতা মেট্রো। শুক্রবার বৈঠকের পর মেট্রো কর্তৃপক্ষের কাছে এমন আবেদন করেছে রাজ্য। মেট্রো কর্তৃপক্ষ ব্যাপারটি বিবেচনা করবে বলে জানিয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এখন ভিড় নিয়ন্ত্রণ। কারণ মেট্রো চলাচল চালু হলেই ভিড় বাড়তে শুরু করবে। আর এই পরিস্থিতিতে কোনওভাবেই একসঙ্গে অনেক মানুষকে জমায়েত করতে দেওয়া যাবে না। আর তাই ভিড় নিয়ন্ত্রণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই নতুন চ্যালেঞ্জ কীভাবে সামলানো যেতে পারে তা বৃহস্পতিবারর আলোচনায় চূড়ান্ত হয়নি। আজ, শুক্রবার ফের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। আপাতত ভিড় নিয়ন্ত্রণের জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন-  কলকাতা মেডিকেল কলেজে পুলিশ কর্মীদের নজিরবিহীন বিক্ষোভ

শেষ পর্যন্ত অ্যাপ-এই শিলমোহর পড়ল। স্মার্ট কার্ড ইউজাররা অ্যাপ-এ ঢুকে পাসের জন্য আবেদন করতে পারবেন। একমাত্র অ্যাপ-এর মাধ্যমেই যাত্রীদের পাস দেওয়া হবে। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকবে। মেট্রো স্টেশনের প্রবেশের মুখে অ্যাপ পাস ও স্মার্ট কার্ড দেখাতে হবে যাত্রীদের। স্মার্ট কার্ড ও অ্যাপ থেকে পাওয়া পাস, দুটিই দেখাতে হবে যাত্রীদের। এর মধ্যে যে কোনও একটি না থাকলেও যাত্রীদের মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যে মেট্রো চালিয়ে যাত্রীদের সুরক্ষিত রাখাই কর্তৃপক্ষের নয়া চ্যালেঞ্জ। আর তাই সংক্রমণ এড়াতে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাইছ রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষ। আগেই জানানো হয়েছিল, স্টেশন, রেক নিয়মিত স্যানিটাইজ করা হবে। থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থাও থাকবে। ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিস ও আরপিএফ যৌথভাবে নজরদারি চালাবে। করোনা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পোস্টার ও হোর্ডিং লাগানো হবে বলেও জানা গিয়েছে। 

.